নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের ২৬ জন কর্মকর্তা পরিদর্শক পদ থেকে পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হয়েছেন।
রোববার (১৫ অক্টোবর) জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানান।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি প্রাপ্ত ২৬ জনের মধ্যে বিভিন্ন ইউনিটে দায়িত্বপ্রাপ্ত ২২ জন পরিদর্শক (নিরস্ত্র), বাকি ৪ জন ট্রাফিক পুলিশের পরিদর্শক ।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন- ডিএমপির আব্দুল মালেক, ডিএমপির তারেকুর ইসলাম, সিআইডির সেলিম হোসেন, সিআইডির গাজী রুহুল ইমাম, চট্টগ্রামের কেশব চক্রবর্তী, সিএসপির জহুরুল ইসলাম সরকার, এসবির আজিজুর রহমান সরকার, মাদারীপুরের মনোয়ার হোসেন চৌধুরী।
এছাড়া, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের এস এম ইকবাল আহমেদ, সিআইডির মো. শরীফুদ্দেীলা, নড়াইলের এস কে আব্দুল্লাহ আল সাঈদ, এসবির মো. সৈয়দুজ্জামান, এসবির মোহাম্মদ সহিদ উল্যাহ, জামালপুরের এম এম ময়নুল ইসলাম, আরএমপির মির্জা মো. আব্দুস ছালাম, বরিশালের মো. আলী আর্শাদ, ডিএমপির শহীদুল ইসলাম, সিআইডির রবিউল ইসলাম, এসবির মমিনুর রহমান, গাজীপুরের আমির হোসেন, পিবিআইর (যশোর) এ কে এম ফসিহুর রহমান, পিবিআইর নিজাম উদ্দিন, ডিএমপির ইয়াছিন আলম খান, ডিএমপির আলাউদ্দিন আল আজাদ, নওগাঁর বিকর্ণ কুমার চৌধুরী ও খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের শেখ মো. জিয়াউল ইসলাম।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            