জেলা প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রোববার (১৫ অক্টোবর) দুপুর ১টায় বড়মহর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে বিমান বাহিনীর লোকজন পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
বড়মহর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম জানন, হঠাৎ করে বিমানটি আছড়ে পড়ে।
আইএসপিআর এক গণমাধ্যমকে জানান, বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা পতিত হয়। বিমানে থাকা ২পাইলট সুস্থ আছেন।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            