নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ বিরোধী দল, মতের অস্তিত্বে বিশ্বাস করে না। ভিন্নমত সহ্য করতে না পারা আওয়ামী লীগের পুরোনো অভ্যাস। তারা গণতন্ত্র বিশ্বাস করে না।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব মন্তব্য করেন তিনি।
গয়েশ্বর বলেন, আওয়ামী লীগের পতন ছাড়া দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। সেই পতনের লক্ষ্যেই লড়াই করছে বিএনপি।
বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রথম দেশে নারী নেতৃত্ব বিকাশে নানা উদ্যোগ নিয়েছিল দাবি করে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে নারীসমাজকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।
এবি/ওশিন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            