আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী একটি রাসায়নিক ট্যাঙ্কার জাপান উপকূলে উত্তাল সাগরে ডুবে যাওয়ায় সাতজন নিখোঁজ রয়েছে। জাহাজটিতে ১১ জন ক্রু ছিল। জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকে এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
এনএইচকে পরিবেশিত খবরে বলা হয়, ক্রুদের মধ্যে এই পর্যন্ত চারজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জাহাজটিতে থাকা ক্রুদের দুইজন কোরিয়ার, আটজন ইন্দোনেশিয়ার এবং একজন চীনের নাগরিক। এনএইচকে’র ভিডিও ফুটেজে উত্তাল সাগরে বিশাল আকৃতির ঢেউয়ের আঘাতে জাহাজাটি ডুবে যেতে এবং সেখানে একটি হেলিকপ্টারকে চক্কর দিতে দেখা য়ায়।
এনএইচকে জানায়, ক্রুরা বুধবার কোস্টগার্ডকে অবহিত করেছিল যে জাপানের দক্ষিণ পশ্চিম উপকূলের মুতসুর দ্বীপের কাছে জাহাজটি এক দিকে হেলে পড়েছে এবং তারা তাদের কাছে সাহায্যের আবেদন জানায়।
জাহাজটিতে করে কি ধরনের রাসায়নিক বহন করা হচ্ছিল বা জাহাজটি ছিদ্র হয়েছিল কিনা সে ব্যাপারে এনএইচকে’র প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            