আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিতে ফায়ার সার্ভিসের দুই কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় আইডাহো অঙ্গরাজ্যের এক পাহাড়ি এলাকায় আগুন নেভানোর কাজে যাওয়া ফায়ার সার্ভিস কর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়েছেন এক বন্দুকধারী।

বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুই ফায়ার সার্ভিস কর্মী নিহত এবং আরো একজন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এই তথ্য জানান। খবর আল জাজিরার।

কুটেনাই কাউন্টি শেরিফ অফিস গত রবিবার জানায়, ক্যানফিল্ড মাউন্টেনে এক বিশেষ অভিযানে সন্দেহভাজন বন্দুকধারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পাশে একটি আগ্নেয়াস্ত্রও পাওয়া গেছে।

শেরিফ অফিসের বিবৃতিতে বলা হয়, ক্যানফিল্ড মাউন্টেনে এখনো আগুন জ্বলছে। আশেপাশের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হচ্ছে, প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

এর আগে শেরিফ বব নরিস জানান, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্নাইপার হামলার শিকার হন।

তিনি সবাইকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানান। ক্যানফিল্ড মাউন্টেনের আশপাশের এলাকাটি সিয়াটল থেকে প্রায় ৪২০ কিলোমিটার দূরে এবং এটি সাধারণত পর্যটকদের জন্য একটি জনপ্রিয় এলাকা।

শেরিফ আরো বলেন, হামলাকারী উচ্চ ক্ষমতাসম্পন্ন স্পোর্টস রাইফেল ব্যবহার করে গুলি চালান। শুরুতে আইনশৃঙ্খলা বাহিনী জানত না হামলাকারী কতজন। ঘন ঝোপঝাড়ের মধ্যে হামলাকারী নিজেকে ভালোভাবে লুকিয়ে রেখেছিলেন।

আইডাহোর গভর্নর ব্র্যাড লিটল একে ভয়াবহ ও সরাসরি হামলা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, আমাদের সাহসী ফায়ার সার্ভিস কর্মীদের ওপর এমন নির্মম হামলা মেনে নেওয়া যায় না। আমরা সবাই যেন তাদের ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করি।

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র রাখার অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। দেশটিতে বন্দুক সহিংসতা একটি সাধারণ ঘটনা। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় অন্তত ১৭ হাজার ৯২৭ জন নিহত হন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রসুন ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়ায় চাচাতো ভাইয়ের হাতে খুন

কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে হাফিজুল...

নরসিংদীর মনোহরদীতে জুয়া খেলার অভিযোগে চারজন আটক 

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদী উপজেলার কাচিকাট...

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা আজও নির্ধারণ হয়নি: মিজানুর রহমান

পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিবৃত্তিক ভিত্তিকে ধ্বংস করেছে উল্লেখ কর...

মহান বিজয় দিবসে কোস্ট গার্ডের দুটি জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন দুটি জাহাজ জনসাধ...

যথাযোগ্য মর্যাদায় নৌ অঞ্চলসমূহে বিজয় দিবস উদ্‌যাপন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর সব নৌ অঞ্চলে ম...

বান্দরবানে জেলা পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্...

ধোবাউড়ায় জামায়াতে ইসলামীর বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার(১৬ ডিসেম্বর )বিকাল ২টায় ধোবাউড়া মোহাম্মদিয...

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দিল কক্সবাজার জেলা প্রশাসন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও...

লাইফস্টাইল
বিনোদন
খেলা