খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পারিবারিক কলহের জেরে বৃদ্ধ বাবা-মাকে কুপিয়ে জখম করেছেন মাদকাসক্ত ছেলে। বৃহস্পতিবার (৬ মার্চ) দিনগত রাত পৌনে ১টার দিকে উপজেলার বেলছড়ি ইউনিয়নের ক্যাম্পটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আব্দুর রহিম (৭০) ও তার স্ত্রী আমেনা বেগম (৬০)। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আবুল কালাম কালনকে (৩৮) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই সম্পত্তির ভাগ চেয়ে মা-বাবার ওপর মানসিক নির্যাতন করে আসছিলেন ছেলে আবুল কালাম। ঘটনার দিন রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে ফিরে আবারও সম্পত্তির ভাগ-ভাটোয়ারা চেয়ে মা-বাবার টাকার জন্য চাপ দেন। তারা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন আবুল কালাম।
এ সময় আহতদের চিৎকারে স্বজনসহ প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তফিকুল ইসলাম তৌফিক বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।
আমারবাঙলা/জিজি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            