ছবি: সংগৃহীত
সারাদেশ

নওগাঁয় গাছের হাট নিয়ে সরকারি কর্মকর্তাদের ঔদ্ধত্যতা

সারা বাঙলা ডেস্ক

নওগাঁয় সপ্তাহের প্রতি বুধবার বসা গাছের হাটের জায়গায় টেনিস কোর্ট বানিয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার অভিযোগ উঠেছে কিছু সরকারি কর্মকর্তা ও কর্মচারির বিরুদ্ধে। হাটের জায়গায় নিয়মিত গাছ ব্যবসায়ীরা গাছ বেচাকেনা করলেও তার দিকে কোনো খোলাই যেন নেই ওই সরকারি কর্মকর্তাদের।

অভিযোগ আছে, তারা টেনিস কোর্ট বসাতে কয়েকজন নার্সারির ব্যবসায়ীকে জরিমানাও করেছেন। এই কাজে তারা সহায়তা নিয়েছেন স্থানীয় বিজিবি-পুলিশ ও সেনাবাহিনীর।

স্থানীয়দের দাবী, অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে গাছ নিয়ে বসাতে দেশ ও জনগণের এমন কোনো ক্ষতি হয় নি যে প্রয়োগকারী বাহিনীর এনে ব্যবস্থা নিতে হবে। টেনিস কোর্ট বসা এমন কি অপরাধ যে সেখানে তিনটি বাহিনী দিয়ে অভিযান চালাতে হয়েছে।

ওই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আরও অভিযোগ আছে, অফিসার্স ক্লাবের ওখানে টেনিস কোর্ট করার সময় গাছ ব্যবসায়ীদের সঙ্গেও কোনো আলাপ করা হয়নি জানা গেছে, অভিযানের আগে একজন ম্যাজিস্ট্রেট হাটে এসে বলে গেছেন, জেলা প্রশাসনের টেনিস কোর্টে গাছ নিয়ে বসা যাবে না।

সংশ্লিষ্টরা অবশ্য বলছেন, অফিসারদের বিনোদনের নিমিত্তে প্রতিষ্ঠিত একটি ক্লাব জেলা প্রশাসনের হয় কীভাবে। এটি পরিচালনায় প্রশাসনের কন ফান্ড থেকে অর্থ বরাদ্দ দিয়ে পরিচালনা করা হয় কি-না তা জানতে চাওয়া হয়েছে

আরও জানা যায়, ক্লাবের লোকেরা টেনিস কোর্টে বসা নিয়ে ঝামেলা করায় জেলা প্রশাসককে সমাধানের জন্যে আবেদন দিলেও তার কোনো সমাধান করা হয় নি। ক্লাবের সাধারণ সম্পাদককে গাছ ব্যবসায়ীদের খরচে টেনিস কোর্টটি ১০ ফিট পূর্বে সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও রাজি হয় নি।

জানা যায়, অফিসার্স ক্লাবের সভাপতিও একজন জেলা প্রশাসক। গাছের হাট নিয়ে সমাধানের আবেদন করায়, জেলা প্রশাসন থেকে বলা হয়েছে, জেলা প্রশাসক এই ক্লাবের সভাপতি, তিনি নিজে কীভাবে নিজের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন?

এরপর বিষয়টি রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরকে জানালে, তিনিও কোনো কোনো ব্যবস্থা নেননি বলে ভুক্তভোগীদের অভিযোগ রয়েছে।

স্থানীয়রা আরও বলছেন, গাছের হাটে বিজিবি, পুলিশ এবং সেনাবাহিনী অভিযান চালানোর সময় একজন ছবি তুললে, তাকে ছবি তুলতে দেওয়া হয়নি এবং সে ছবি ডিলিট করতে বাধ্য করা হয়।

সরেজমিনে দেখা গেছে, বর্তমানে গাছ নিয়ে কেউ যেন টেনিস কোর্টে বসতে না পারে সে জন্যে কোর্টটি ঘিরে দেওয়া হয়েছে। পাশাপাশি সমবায়ের ওই চত্বরে প্রবেশের পথ অতি সরু করা হয়েছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমিতে ‘অ্যাডোলেন্স’-এর জয়জয়াকার

বাংলাদেশ সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘোষণা করা হলো ৭৭তম এমি অ্যাওয়ার্ডস।...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

রাকসু নির্বাচনে কার কী প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের এ পর্যন্ত নয়টি প্...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

বিপৎসীমা ছাড়িয়ে গেছে তিস্তার পানি

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি আব...

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

ডেঙ্গু রোগীদের চিকিৎসা আরও সুশৃঙ্খল করতে সরকারি হাসপাতালগুলোকে নতুন নির্দেশনা...

ক্রীড়া পরিদপ্তরে দুদকের অভিযান

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি প...

এক লাফে ট্যারিফ বাড়ল গড়ে ৪০ শতাংশ

বন্দর ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করেই নতুন ট্যারিফের প্রজ্ঞাপন জারি করা হয়...

বগুড়ায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে এক নারী ও তার কলেজপড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা...

বাংলাদেশে আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তানি তারকা অভিনেত্রী হানিয়া আমির। সানসিল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা