পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রেখে ভোটের মাঠে থাকার পরিবর্তে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদ এবং তাঁর কর্মী-সমর্থকরা পরিকল্পিতভাবে অপপ্রচারে জড়িয়েছেন—এমন অভিযোগ তুলেছে বিএনপি।
শুক্রবার সকাল ১১টায় রাঙ্গাবালী উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৮ জানুয়ারি জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় খেলাফত মজলিসের দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদ নির্বাচনী প্রচারণায় বাধা ও নারী কর্মী হেনস্থার যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব বক্তব্যের প্রতিবাদ জানাতেই বিএনপির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
উপজেলা যুবদলের সদস্য সচিব মু. নিয়াজ আকন সংবাদ সম্মেলনে বলেন, রাঙ্গাবালীতে সব দলের প্রার্থীরা শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এমন অবস্থায় খেলাফত মজলিসের প্রার্থী বিএনপি ও ধানের শীষের প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। তিনি দাবি করেন, প্রচারণায় বাধা দেওয়া বা নারী কর্মীদের হেনস্থার অভিযোগ পুরোপুরি সাজানো গল্প। এসব অপপ্রচারকে তিনি রাজনৈতিক হীনমন্যতার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, খেলাফত মজলিসের প্রার্থীর বক্তব্য ও আচরণে মনে হচ্ছে না যে তাঁরা একটি স্বাভাবিক ও শান্তিপূর্ণ নির্বাচন চান। বরং উস্কানিমূলক ও অস্পষ্ট বক্তব্য দিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। যখন ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন এ ধরনের বক্তব্য তাঁদের মধ্যে আতঙ্ক তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মু. রাইসুল ইসলাম কমল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন মাহমুদ খোকা মৃধা, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার সজিব মল্লিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ ও শাহাজাদা রহমানসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।
আমারবাঙলা/এসএবি