প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অর্থবহ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, যথাযথ সহায়তা ও সুযোগ পেলে প্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজ ও রাষ্ট্র উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
রবিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ শিশু একাডেমি, চট্টগ্রামে অনুষ্ঠিত “সাপোর্টিং মিনিংফুল ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্টস ফর পারসন উইথ ডিজেবিলিটিজ (SMILE) প্রকল্পের আওতায় আয়োজিত প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, কৃত্তিম পাসহ বিভিন্ন সহায়ক কার্যক্রম বিতরণ করা হয়।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, একটি মানবিক, বৈষম্যহীন ও সমতাভিত্তিক সমাজ গঠনে প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারায় সম্পৃক্ত করা অপরিহার্য। তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে বেসরকারি সংস্থা ও আন্তর্জাতিক দাতা সংস্থার সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতিবন্ধীবান্ধব নগর গড়ে তুলতে অবকাঠামো উন্নয়ন, সেবা সম্প্রসারণ এবং সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ভবিষ্যতেও প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগে চসিকের সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটি অর্থায়ন করে নর্থ আমেরিকান হিউমেনিটেরিয়ান এইড এন্ড রিলিফ (নাহার)। বাস্তবায়নে ছিল আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন, সেন্টার ফর ডিজএ্যবলস কনসার্ন (CDC) এবং স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রয়োজনীয় সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এতে সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধি, উপকারভোগী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আমারবাঙলা/এনইউআ