লোহাগাড়া উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ইটভাটাকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।
রোববার (১৪ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মং এছেন নেতৃত্ব দেন।
জানা যায়, অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় দণ্ডাদেশ প্রদান করা হয়।
জরিমানার মধ্যে আমিরাবাদ এলাকার মেসার্স শাহপীর ব্রিকস ওয়ার্কসকে ৫০ হাজার টাকা, মেসার্স বিকেবি ব্রিকস ম্যানুফ্যাকচারারকে ১ লাখ টাকা এবং মেসার্স শাহ আবদুল মান্নান ব্রিকস ম্যানুফ্যাকচারারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আমারবাঙলা/এনইউআ