নীলফামারীতে চাঁদাবাজ ও দখলদারদের তালিকা তৈরি করা হচ্ছে এবং তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান।
তিনি বলেন, "যারা বাসস্ট্যান্ড বা অন্যান্য স্থানে চাঁদাবাজি ও দখলদখল করছেন, তাদের সবার নাম তালিকাভুক্ত করা হচ্ছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে কাউকে রেহাই দেওয়া হবে না।"
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ কথা বলেন পুলিশ সুপার।
সভায় তিনি আরও বলেন, “দাবি আদায়ের জন্য জনসমাবেশ করা যাবে, তবে তা হতে হবে জনদুর্ভোগ এড়িয়ে। মব জাস্টিসের মতো ঘটনা ঘটলে তার জন্য চরম মূল্য দিতে হবে। আইনশৃঙ্খলার প্রশ্নে কোনো ধরনের ছাড় নেই।”
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
আমারবাঙলা/এফএইচ