দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও “ষড়যন্ত্রমূলকভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির” প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে দুপুরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মফিদুল আলম খান। সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাব।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু পারভেজসহ অন্যান্য নেতারা।
বক্তারা অভিযোগ করেন, প্রশাসনের নির্লিপ্ত ভূমিকায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। পাশাপাশি রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে দমন করতে “ষড়যন্ত্রমূলক পরিস্থিতি” তৈরি করা হচ্ছে বলেও তারা দাবি করেন।
আমারবাঙলা/এফএইচ