রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২২ জন অনগ্রসর জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে বিনামূল্যে দু’টি করে বকরী ছাগল প্রদান করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) দুপুরে সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টা (সপ্রমুপ্র) আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বালিয়াকান্দি তালপট্রি রাজিয়া ভবনে আলোচনা ও ছাগল বিতরণ করা হয়।
সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টা (সপ্রমুপ্র) সভানেত্রী নাছিমা বেগমের সভাপতিত্বে ও পরিচালক মোঃ মোকাররম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বালিয়াকান্দি উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল জুবায়ের প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজের সাবেক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান, এ্যাসেডের নির্বাহী পরিচালক মোঃ শাহজাহান সিদ্দিক, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের রাজবাড়ী জেলা প্রতিনিধি সোহেল রানা প্রমুখ। পরে ২২জন অনগ্রসর জনগোষ্টির প্রত্যেকের হাতে দু’টি করে বকরী ছাগল তুলে দেন অতিথিরা।
বক্তারা বলেন, ছাগল নিয়ে বিক্রি করা যাবে না। পালন করে স্বাবলম্বী হতে হবে। এ ছাগল থেকেই আপনারা স্বাবলম্বী হতে পারবেন। এ কারণে আজ দু’টি করে বকরী ছাগল প্রদান করা হয়েছে। যারা আন্তরিকতার সাথে পালন করবেন, তারাই বেশি লাভবান হবেন।
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            