ছবি: রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

পরীক্ষার ভেন্যু পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার ভেন্যু পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ইউএনও মো. মুস্তাফিজুর রহমান চৌধুরীর সাথে দেখা করে তাদের দাবি তুলে ধরে। কলেজ কর্তৃপক্ষও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ভেন্যু পরিবর্তনের জন্য ইউএনওর কাছে লিখিত আবেদন জমা দিয়েছে।

পরীক্ষার্থী মো. রাহাত শেখ ও জিহাদ হোসেন জানান, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা অনুযায়ী তাদের ভেন্যু নির্ধারণ করা হয়েছে মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজে, যা বালিয়াকান্দি সরকারি কলেজ থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে।

তারা বলেন, "উক্ত কলেজের যাতায়াত ব্যবস্থা খুবই দুর্বল। এতে আমাদের অনেক সময় নষ্ট হবে এবং পরীক্ষায় মনোযোগ দিতে অসুবিধা হবে।"

শিক্ষার্থী অনিক তাহসিন সুপ্তি বলেন, "অজপাড়া গাঁয়ে অবস্থিত একটি কলেজে আমাদের পরীক্ষার ভেন্যু নির্ধারণ করায় আমরা আতঙ্কিত। সেখানে কোনো আবাসিক ব্যবস্থা নেই, যাতায়াত ব্যবস্থা অনুপযুক্ত এবং নিরাপত্তার অভাব রয়েছে।"

শিক্ষার্থীদের দাবি, সরকারি নির্দেশনা অনুযায়ী পরীক্ষার ভেন্যু হতে হবে মূল কেন্দ্রের নিকটবর্তী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে। সে অনুযায়ী, বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজেই তাদের ভেন্যু নির্ধারণ করা উচিত।

বালিয়াকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ মো. শাহ নেওয়াজ পারভেজ বলেন, "২৬ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার জন্য সরকার ১৭ মার্চ কেন্দ্র ও ভেন্যুর তালিকা প্রকাশ করেছে। এতে আমাদের কলেজের পরীক্ষার্থীদের জন্য যে ভেন্যু নির্ধারণ করা হয়েছে, তা শহর থেকে অনেক দূরে। এতে শিক্ষার্থীদের ভোগান্তি হবে। তাই আমরা ভেন্যু পরিবর্তনের জন্য ইউএনওর কাছে আবেদন করেছি।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, "শিক্ষার্থীদের প্রতিনিধি দল তাদের দাবির বিষয়ে আমার সঙ্গে কথা বলেছে। আমি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।"

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মো. রাহাত শেখ, মো. জিহাদ হোসেন ও অনিকা তাহসিন সুপ্তি। এছাড়াও বক্তব্য দেন সুপ্তি, অথৈই কুন্ডু, তন্নী, নিপা, জান্নাত, মায়া, সিজান, সিয়াম, উৎস, ইথুনসহ অন্যান্য শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা দ্রুত ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে বলেছেন, তা না হলে তারা আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হবেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পেকুয়ায় ইয়াবাসহ গ্রেফতার ২

কক্সবাজার জেলার পেকুয়া থানায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২৬ পিস ইয়াব...

নির্ধারিত সময়ের আগেই সরকারি বাসা ছেড়েছি: আসিফ মাহমুদ

সরকারি বাসা ছাড়েননি—এমন অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান কর...

টেকনাফে কোটি টাকার ইয়াবাসহ আটক ১০

কক্সবাজারের টেকনাফে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমা...

শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতা হত্যায় মামলা, ২৩৪ জন আসামি

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহতের ঘটনা...

গণভোটে ‘হ্যাঁ’ আর নির্বাচনে ধানের শীষে ভোটের আহ্বান তারেক রহমানের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান...

ক্ষমতায় যাওয়ার আগে জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পর আরও ঝুঁকিপূর্ণ হবে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় যাওয়ার আগে দেশের...

পরিবর্তনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি : ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ এখন...

বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ,নোয়াখালীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে মো. আরিফ হ...

শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতা হত্যায় মামলা, ২৩৪ জন আসামি

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহতের ঘটনা...

গণভোটে ‘হ্যাঁ’ আর নির্বাচনে ধানের শীষে ভোটের আহ্বান তারেক রহমানের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা