সংগৃহীত
আন্তর্জাতিক

হতাশ মার্কিনরা মাত্র ১ ডলারে বাড়ি কিনতে পারবেন ইতালিতে

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জানুয়ারিতে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার জয়ে হতাশ হয়ে পড়েছেন অনেক মার্কিন। তাদের নামমাত্র এক ডলার (১২০ টাকা) মূল্যে বাড়ি কেনার সুযোগ করে দিচ্ছে ইতালির দ্বীপ সার্ডিনিয়ার একটি গ্রামের কর্তৃপক্ষ।

ওই গ্রামটি সবুজ পাহাড়ে ঘেরা সাজানো-গোছানো। সারি সারি বাড়ি, পথঘাট— সবই আছে। চাইলেই সেখানে চালু করতে পারবেন রেস্তোরাঁ। খুলতে পারবেন দোকান। ব্যবসার পাশাপাশি পাকাপাকি আবাস গড়াও যাবে নিরিবিলি গ্রামটিতে। তবে এত সব সুবিধা পেতে আপনাকে হতে হবে হতাশ মার্কিন। যুক্তরাষ্ট্রে এবারের নির্বাচনে ট্রাম্প জেতায় যারা মুষড়ে পড়েছেন তারাই পাবেন এমন সুযোগ।

ইতালির আরো অনেক এলাকার মতো সার্ডিনিয়া দ্বীপের ওলোলাই গ্রামের কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে বাইরের বাসিন্দাদের দিয়ে এখানে বসতি গড়ার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেশ কয়েক দশক ধরেই গ্রামটিতে লোকজনের বসতি কমছে। লোকজন না থাকায় জরাজীর্ণ হয়ে পড়ছে অনেক বাড়ি। এ অবস্থায় আকর্ষণীয় ওই উদ্যোগ নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সর্বশেষ, গ্রামটিতে প্রাণ ফেরানোর চেষ্টায় কর্তৃপক্ষ ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর একটি ওয়েবসাইট খুলেছে। আর সেখানেই এ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জেতায় হতাশ মার্কিনদের জন্য শুধু এক ডলারে ওলোলাই গ্রামটিতে বাড়ি কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে ভালো সাড়া পাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

ওয়েবসাইটে বলা হয়েছে, ‘বৈশ্বিক রাজনীতিতে আপনি কি ক্লান্ত–শ্রান্ত হয়ে পড়েছেন? নতুন নতুন সুযোগ–সুবিধা গ্রহণ করে আরো ভারসাম্যপূর্ণ জীবনযাপন বেছে নিতে চাইছেন।’ এতে আরো বলা হয়, ‘অত্যাশ্চর্য স্বর্গ সার্ডিনিয়ায় আসার মধ্য দিয়ে আপনার ইউরোপে পালানোর সময় এসেছে।’

ইতালির ওই গ্রামের মেয়র ফ্রান্সিসকো কলাম্বু মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে বলেছেন, যুক্তরাষ্ট্রে নির্বাচনের পর, বিশেষ করে (হতাশ) মার্কিনদের এখানে বসতি গড়ায় আকৃষ্ট করতে ওয়েবসাইটটি খোলা হয়েছে। কলাম্বু আরো জানান, তিনি মার্কিনদের ভালোবাসেন এবং মনে করেন, তার এ কমিউনিটিতে প্রাণ ফেরাতে তারাই হবেন সেরা মানুষ।

মেয়র ফ্রান্সিসকো অবশ্য অন্য দেশের নাগরিকদের জন্য তার গ্রামে বসতি গড়ার সুযোগ একেবারে বন্ধ করে দেননি। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা প্রকৃতই চাইব এবং এ বিষয়ে মনোযোগ দেব যে মার্কিনরা যেন সবার ওপর সুযোগ পান। তবে আমরা অন্য দেশের নাগরিকদের এখানে বসবাসের জন্য আবেদন করার সুযোগ বাতিল করছি না।’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীর মনোহরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। উদয়ের পথে শুনি কার বাণী—

চট্টগ্রামে ছাত্রদল কর্মী হত্যায় আরেক ছাত্রদল কর্মী গ্রেপ্তার

মিরসরাইয়ের বারইয়ারহাটে ছাত্রদলকর্মী তাহমিদ উল্যাহ (১৮) হত্যাকাণ্ডে জড়িত অভিযো...

বান্দরবানে বুদ্ধিজীবী দিবসে জেলা পুলিশের শ্রদ্ধা

মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বান্দরবা...

নোয়াখালীতে মঞ্জু হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

নোয়াখালীর বেগমগঞ্জে একাধিক মামলার আসামি ফখরুল ইসলাম মঞ্জু ওরফে বলি (৩৭) হত্যা...

কক্সবাজার-১ আসনে প্রকাশ্যে ঝুলছে পোস্টার–ব্যানার, নীরব প্রশাসন

নির্বাচন তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশনা দেয়—৪৮ ঘণ্টার...

বিজয় দিবসে জিয়াউর রহমানের প্রথম মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপি'র শ্রদ্ধা

মহান ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মাজা...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে নগরবাসীর সচেতনতা জরুরি: চসিক মেয়র

ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে নগরবাসীকে আরও সচেতন হওয়ার...

মানবিক সমাজ গঠনে প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করতে হবে: মেয়র ডা. শাহাদাত

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অর্থবহ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত ক...

সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি

শরিফ ওসমান বিন হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা