রাজনীতি

শাহবাগ ছাড়া ঢাকার কোথাও এবং মহাসড়কে ব্লকেড নয় : হাসনাত

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে চলছে ‘শাহবাগ ব্লকেড’। রাজধানীর শাহবাগে দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা। সারা রাতই সেখানে অবস্থান করেছেন বিক্ষোভকারীরা। রাতে জায়ান্ট স্ক্রিন দেখানো হয় জুলাই অভ্যুত্থান নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি, নাটক ও গান।

এদিকে শাহবাগ মোড় ছাড়া দেশের অন্য কোনো হাইওয়ে ও রাজধানীর অন্য কোনো সড়ক বন্ধ না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শনিবার (১০ মে) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারা দেশের হাইওয়েগুলোতে ব্লকেড দিবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন। ’

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে শাহবাগ অবরোধের পর মিরপুর-১০, যাত্রাবাড়ীসহ রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে জড়ো হতে ফেসবুকে পোস্ট দেন অনেকেই। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন জেলায় মহাসড়ক অবরোধের কথা শোনা যায়।

তারই প্রেক্ষিতে শুধু শাহবাগ ছাড়া আর কোথাও ব্লকেড কর্মসূচি না রাখার আহ্বান জানালেন হাসনাত আবদুল্লাহ।

একইসঙ্গে তিন দফা দাবিতে নতুন কর্মসূচিরও ঘোষণা করেছেন হাসনাত। কর্মসূচি অনুযায়ী, আজ বিকেল ৩টা থেকে শাহবাগে ছাত্র-জনতার গণজমায়েত অনুষ্ঠিত হবে। এছাড়া, সারা দেশের জুলাই-স্পটগুলোতে ছাত্র-জনতার গণঅবস্থান কর্মসূচি পালিত হবে।

ছাত্র-জনতার এই তিন দফা দাবিগুলো হলো —

১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।
২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে।
৩. জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।

শাহবাগে সারা রাত অবস্থানের পর সকালে লোক সমাগম কম দেখা গেছে। রাতে অবস্থানকারীদের সিংহভাগই শাহবাগে ছেড়ে গেছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোক সমাগমও বাড়বে বলে ধারণা।

শনিবার (১০ মে) সকাল ৯টায় শাহবাগে সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতা সকাল থেকেই শাহবাগে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। কয়েকশ’ ছাত্র-জনতা বর্তমানে শাহবাগে অবস্থান করছেন। তারা ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এর মধ্যেই রাস্তার ওপর শুয়ে বিশ্রাম করছেন রাতে অবস্থান করা অনেকে।

গতকাল শুক্রবারেরর মতো শনিবারও বন্ধ রয়েছে শাহবাগে যান চলাচল। শাহবাগ মোড়ের প্রতিটি সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশের মঞ্চ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। একইসঙ্গে তিনি শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন। হাসনাত আবদুল্লাহর ঘোষণার পর উপস্থিত আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন এবং বিকেল ৪টা ৪৫ মিনিটে শাহবাগ অবরোধ করেন।

প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠছে। তবে গত বুধবার গভীর রাতে চুপিসারে আওয়ামী লীগ আমলের দুইবারের রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের প্রেক্ষাপটে দলটির বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জোরদার হয়।

জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন প্লাটফর্ম এক্ষেত্রে সরকারের সদিচ্ছার বিষয়েও প্রশ্ন তোলে। তারই প্রেক্ষিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গত বৃহস্পতিবার রাত থেকে রাজধানীর রাস্তায় নেমেছেন জুলাই বিপ্লবের পক্ষের লোকজনরা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তাহলে সৎ রাজনীতি আর সততার কী মূল্যায়ন: আইভী

গ্রেপ্তারের আগে ক্ষোভ প্রকাশ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা...

কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার নীরব লক্ষণগুলো; বুঝবেন যেভাবে

কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ ও অত...

আওয়ামী লীগ নি‌ষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না: ডা. সানী

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দু...

সৌদি পৌঁছেছেন ৩৭১১৫ হজযাত্রী, ৫ জনের মৃত্যু

বাংলাদেশ থেকে গত শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৩৭ হাজার ১১৫ হজযাত্...

প্রকৃতি দেখতে চীনা যুবক বাংলাদেশে, অতঃপর বিয়ে

বিশ্ব এখন গ্রামের মতো- গ্রামের এক পাড়া অন্য পাড়ার সঙ্গে যেমন খেলাধুলা, বিয়ে এ...

ফেনীতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপনের দাবি

ফেনীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে চব্বিশের বন্যার পুনর্বাসন ও আসন্ন বর্ষা মৌসুমে...

আওয়ামী লীগ নি‌ষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না: ডা. সানী

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দু...

বিশ্ব শান্তি ও সর্বজীবের মুক্তি কামনায় দিনাজপুরে মহানাম যজ্ঞ শুরু

বিশ্ব শান্তিকল্পে ও কলিযুগে সর্বজীবের মুক্তি কামনায় দিনাজপুর সুইহারী ওঁ দয়ানন...

সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ...

ফেনীর স্থায়ীত্বশীল উন্নয়নে "নাগরিক সংলাপ"

ফেনীর স্থায়ীত্বশীল উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। চায়না-বাংলা ফ্রেন্ডশি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা