মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকৃতরা হলেন— নূরু মিয়া (৫৫), কমলগঞ্জ আওয়ামী কর্মী; মোঃ মিলাদ হোসেন (৪৬), সহ-সভাপতি, ৮নং দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়ন যুবলীগ; মোঃ জুয়েল আহমেদ (৩৩), কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক; জাকির হোসেন (৩৫), কুলাউড়া আওয়ামী লীগ কর্মী; রাজিব আহমেদ দিনার, সদর উপজেলা আওয়ামী লীগ কর্মী; রাজু আহমদ (৪৫), ২নং ওয়ার্ড যুবলীগ, আমতৈল, সদর; মোঃ সাজ্জাদুর রহমান, সভাপতি, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ পৌর যুবলীগ, সদর; রেদুয়ান আহমেদ (৪৫), সদস্য, মৌলভীবাজার জেলা যুবলীগ।
মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
সাননিউজ/আরআরপি