ভোরের মনোহরদী যেন অন্যরকম। কুয়াশার চাদরে ঢাকা চারপাশ, সঙ্গে উত্তরের হিমেল হাওয়া সব মিলিয়ে মনোহরদী উপজেলা ও আশপাশের এলাকাজুড়ে নেমে এসেছে শীতের দাপট। পৌষের শুরুতেই এই শীত মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে।
হিমেল হাওয়া, আকাশে হালকা কুয়াশা ও মেঘের কারণে গতকাল থেকে সূর্যের দেখা মেলেনি। ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। শীত উপেক্ষা করেই অনেককে কাজে বের হতে হচ্ছে, যা তাদের জন্য কষ্টকর হয়ে উঠেছে।
দিনের বেলাতেও ঘন কুয়াশার কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। এতে সড়কে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে মনোহরদীতে হিমেল হাওয়া বইছে। দিনরাত এই ঠান্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি আরও বেড়ে গেছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষরা বেশি কষ্ট পাচ্ছেন।
তারা আরও জানান, শীতবস্ত্র বিতরণ করা হলে শীতার্ত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমবে। এ বিষয়ে দ্রুত সরকারি ও বেসরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আমারবাঙলা/এসএবি