চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ১৪ বছর বয়সী দোকান কর্মচারী সাব্বির হোসেনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের সূত্রপাত একটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়।
শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাহার বাজারের জয়নাল ভ্যারাইটিজ স্টোরে আগুন লাগে। দোকান মালিক জয়নাল আহমেদ নিজেকে নিরাপদে বের করতে সক্ষম হলেও, কর্মচারী সাব্বির হোসেন ভেতরে আটকা পড়ে এবং মুহূর্তের মধ্যেই আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে মোট ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে, যার মধ্যে রয়েছে ডা. ইমাম হোসেনের ফার্মেসি, নজরুলের মাছের খাদ্যের দোকান, জহিরের ওয়ার্কশপ, রুবেলের সাইকেল গ্যারেজ, শাহ আলমের হার্ডওয়্যার দোকান এবং জয়নালের ভ্যারাইটিজ স্টোর।
ফরিদগঞ্জ থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত চলছে।
আমারবাঙলা/এসএ