সারাদেশ

বাঙ্গালহালিয়া ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সংকটে ভোগান্তি, বঞ্চিত হচ্ছেন সাধারণ রোগীরা

রাঙ্গামাটি প্রতিনিধি

উচ্চপ্রু মারমা: রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের একমাত্র পুরনো স্বাস্থ্য কমপ্লেক্সটি অবস্থিত সফিপুর এলাকায়। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এ স্বাস্থ্যকেন্দ্র দীর্ঘদিন ধরে স্থানীয়দের প্রাথমিক চিকিৎসা সেবার আশ্রয়স্থল হলেও বর্তমানে ঔষধ সংকট, জনবল ঘাটতি ও ভবনের জরাজীর্ণ অবস্থার কারণে রোগীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের একতলা ভবন ও কর্মচারীদের পুরনো টিনশেড কোয়ার্টারগুলো ভগ্নদশায় দাঁড়িয়ে আছে। রোগীদের ব্যবহারের জন্য নির্মিত স্যানিটারি টয়লেট অকেজো হয়ে পড়েছে। শিশু ও গর্ভবতী নারীদের ওজন মাপার যন্ত্রসহ কয়েকটি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা উপকরণও নষ্ট হয়ে পড়ে আছে।

চিকিৎসা নিতে আসা স্থানীয় মো. ফিরোজ আহমদ অভিযোগ করে বলেন, "ঠিকমতো ডাক্তাররা অফিসে থাকেন না। নিয়মিত ওষুধও পাওয়া যায় না।" তিনি জানান, এখানে কর্মরত দুইজন উপসহকারী মেডিকেল অফিসারের মধ্যে একজনকে সচরাচর পাওয়া গেলেও অপরজন সপ্তাহে এক-দুদিন অফিসে আসেন। ডিপোটেশনে দায়িত্ব পাওয়া আরেকজন কর্মকর্তার উপস্থিতিও অনিয়মিত।

নাম প্রকাশ না করা এক বৃদ্ধা রোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, "এখানে গেলে সামান্য কিছু প্রাথমিক ওষুধ মেলে, কিন্তু প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় না।"

উপসহকারী পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার মো. আজিজুল ইসলাম সিরাজী জানান, কমপ্লেক্সে বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা মাত্র ছয়জন। তাদের মধ্যে একজন উপসহকারী মেডিকেল অফিসার অবসরে গেছেন। ডিপোটেশনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সপ্তাহে দুই একদিন অফিসে আসেন। কর্মরতদের মধ্যে একজন নৈশ প্রহরী, একজন মহিলা ফার্মাসিস্ট, একজন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা এবং তিনজন অফিসকর্মী রয়েছেন। তবে অনেক সময় তাদের অনুপস্থিতিতেও সেবা ব্যাহত হচ্ছে।

সরকারি পর্যায়ে পর্যাপ্ত ঔষধ সরবরাহ না থাকায় রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন। প্রসূতি ও অন্যান্য জরুরি রোগীরাও যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় স্থানীয়রা দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, ঔষধ ও পর্যাপ্ত জনবল সরবরাহের দাবি জানিয়েছেন।

এদিকে সচেতন মহল জানান, প্রায় ৫০ বছর আগে নির্মিত এই স্বাস্থ্য কমপ্লেক্স ভবন ও কর্মচারী কোয়ার্টারগুলো এখন ঝুঁকিপূর্ণ। ভবনের ভেতর ফাটল, ভাঙা দরজা-জানালা এবং নষ্ট ছাদ প্রতিদিনই ঝুঁকি তৈরি করছে। তারা বলেন, "সরকারি পর্যায়ে দ্রুত নতুন ভবন নির্মাণ এবং উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা করা জরুরি।"

এ বিষয়ে জানতে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

স্থানীয়রা সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নতুন ভবন নির্মাণ, পর্যাপ্ত ডাক্তার নিয়োগ এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ নিশ্চিত করা হলে এ অঞ্চলের জনগণ উন্নত চিকিৎসা সেবা পাবে এবং নানান রোগ থেকে সুরক্ষিত থাকতে পারবে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানালেন বিশ্বনেতারা

বিশ্বের ১১টি দেশের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের...

বেআইনি নির্দেশনা দেবো না, কোনো দলের পক্ষেও কাজ নয়: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ ন...

রাশিয়া-চীনের চেষ্টা বিফল, ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হচ্ছে

তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল ছয় মাস পেছাতে নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীন...

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত বেড়ে ৪

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে চারজনে দাঁড়...

এশিয়া কাপের পুরোনো যেসব রেকর্ড ভাঙলেন অভিষেক-নিশাঙ্কা

ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি কেবলই নিয়মরক্ষার লড়াই হওয়ার কথা ছিল। তবে এই...

অবরোধে বিচ্ছিন্ন খাগড়াছড়ি, প্রশাসনের ১৪৪ ধারা

খাগড়াছড়িতে মারমা এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে ‘জুম্ম...

সাত দিনের ব্যবধানে দেশে আবরো ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোর

দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ২টা ২৭ মিনিটে...

রাশিয়া-চীনের চেষ্টা বিফল, ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হচ্ছে

তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল ছয় মাস পেছাতে নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীন...

বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

জুলাই জাতীয় সনদ, ২০২৫’ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত একাধিক সুপার...

বাণিজ্য চুক্তি করতে ভারতকে রাশিয়ার তেল কেনা কমাতে হবে: যুক্তরাষ্ট্র

বাণিজ্যচুক্তি করতে হলে ভারতকে রাশিয়ার তেল কেনা কমাতে হবে। দুই দেশের বাণিজ্যচু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা