সারাদেশ

রাজস্থলীর তাইতং পাড়া সরকারি বিদ্যালয়ে ফুটবল খেলতে বাধ্য করায় শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি

রাঙ্গামাটি প্রতিনিধি

উচ্চপ্রু মারমা : রাঙামাটির রাজস্থলীর তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদুল হক সেচ্ছাচারিতা ও দায়িত্বহীন আচরণের কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি বিদ্যালয়ে ঘটেছে এমন এই ঘটনা, যা স্থানীয় অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

আজ বুধবার দুপুর ১২টার সময়, যখন সূর্য তীব্র তাপ ছড়াচ্ছে এবং প্রচণ্ড গরমে বাইরে দাঁড়ানোই কঠিন হয়ে যায়, তখন ফুটবল খেলতে বাধ্য করা হয়। এই সময়ে মাঠে খেলা শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে এবং প্রাথমিক পর্যায়ে হিটস্ট্রোকের উপসর্গ দেখা দেয়। এমন পরিস্থিতি থেকে সহজেই অনুমান করা যায়—একটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারত। অথচ শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুস্থতার প্রতি সামান্যতম খেয়ালও রাখেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদুল হক। বিদ্যালয়ের মূল দায়িত্ব হলো মানসম্মত শিক্ষা প্রদান করা। খেলাধুলা শিক্ষার একটি পরিপূরক অংশ হলেও সেটি কখনোই শিক্ষার বিকল্প হতে পারে না। কিন্তু তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে এখন যেন উল্টো চিত্র দেখা যাচ্ছে—খেলাধুলাকে অগ্রাধিকার দিয়ে লেখাপড়াকে পিছনে ঠেলে দেওয়া হচ্ছে।

অভিভাবকদের অভিযোগ করে , বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। শিক্ষকদের পাঠদানের চেয়ে নানা আয়োজন এবং খেলার প্রতি বেশি জোর দেওয়া হচ্ছে। এতে করে শিক্ষার্থীদের পড়াশোনার মান দিন দিন নিম্নগামী হচ্ছে, অথচ কর্তৃপক্ষ উদাসীন।

একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন—আমরা সন্তানদের ভবিষ্যৎ গড়তে বিদ্যালয়ে পাঠাই। কিন্তু সেখানে যখন লেখাপড়ার চেয়ে খেলা-ধুলায় জোর দেওয়া হয়, তখন আমাদের মতো সাধারণ অভিভাবকদের হতাশ হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। দুপুরের প্রচণ্ড গরমে ছোট ছোট বাচ্চাদের মাঠে নামানো মানে তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা।”

তারা আরও বলেন,‌“এই ঘটনার সম্পূর্ণ দায়ভার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদ উল্যাহকে নিতে হবে। আমরা তার দায়িত্বহীনতা ও সেচ্ছাচারিতার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে তাকে প্রত্যাহারের জোর দাবি করছি।”

এ বিষয়ে জানতে রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের এমদাদুল হককে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা পরও তিনি ফোন রিসিভ করেননি,ফলে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুল হক এ বিষয়ে বলেন, “আমি বিষয়টি প্রথমে গণমাধ্যম কর্মীদের কাছ থেকেই শুনেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এ অভিযোগ বা সমস্যাটি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় অভিভাবকরা মনে করছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে দ্রুত প্রশাসনকে এগিয়ে আসতে হবে। কারণ একজন প্রধান শিক্ষকের সঠিক নেতৃত্ব না থাকলে পুরো শিক্ষা কার্যক্রম ভেঙে পড়বে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানালেন বিশ্বনেতারা

বিশ্বের ১১টি দেশের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের...

বেআইনি নির্দেশনা দেবো না, কোনো দলের পক্ষেও কাজ নয়: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ ন...

রাশিয়া-চীনের চেষ্টা বিফল, ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হচ্ছে

তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল ছয় মাস পেছাতে নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীন...

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত বেড়ে ৪

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে চারজনে দাঁড়...

এশিয়া কাপের পুরোনো যেসব রেকর্ড ভাঙলেন অভিষেক-নিশাঙ্কা

ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি কেবলই নিয়মরক্ষার লড়াই হওয়ার কথা ছিল। তবে এই...

অবরোধে বিচ্ছিন্ন খাগড়াছড়ি, প্রশাসনের ১৪৪ ধারা

খাগড়াছড়িতে মারমা এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে ‘জুম্ম...

সাত দিনের ব্যবধানে দেশে আবরো ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোর

দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ২টা ২৭ মিনিটে...

রাশিয়া-চীনের চেষ্টা বিফল, ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হচ্ছে

তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল ছয় মাস পেছাতে নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীন...

বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

জুলাই জাতীয় সনদ, ২০২৫’ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত একাধিক সুপার...

বাণিজ্য চুক্তি করতে ভারতকে রাশিয়ার তেল কেনা কমাতে হবে: যুক্তরাষ্ট্র

বাণিজ্যচুক্তি করতে হলে ভারতকে রাশিয়ার তেল কেনা কমাতে হবে। দুই দেশের বাণিজ্যচু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা