নিজস্ব প্রতিবেদক
সারাদেশ

AI দিয়ে ভুয়া ভিডিও তৈরির সতর্কবার্তা; নাসের রহমান

মৌলভীবাজার প্রতিনিধি

AI প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া ভিডিও ক্লিপ তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে রাজনৈতিক বক্তব্যে জড়ানোর অপচেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার–৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাসের রহমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি তুলে ধরেন তিনি। পোস্টে নাসের রহমান লেখেন, “AI প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভিডিও ক্লিপ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার দৃষ্টিগোচর হয়েছে। ওই ভিডিওতে আমাকে দিয়ে একটি রাজনৈতিক দলের প্রার্থীকে নিয়ে কটাক্ষমূলক মন্তব্য করানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রকৃতপক্ষে আমি এ ধরনের কোনো বক্তব্য কখনোই কোথাও প্রদান করিনি।”

তিনি আরও লেখেন, “আমার রাজনৈতিক প্রতিপক্ষরা তাদের হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। AI প্রযুক্তি ব্যবহার করে কারও সম্মানহানি না করার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।”

ফেসবুক পোস্টে নাসের রহমান স্পষ্টভাবে উল্লেখ করেন, ভিডিওটিতে প্রচারিত বক্তব্যের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং নির্বাচনী এলাকার ভোটারদের বিভ্রান্ত করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, AI প্রযুক্তির অপব্যবহার শুধু ব্যক্তিগতভাবে ক্ষতিকর নয়, বরং এটি দেশের গণতান্ত্রিক ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের জন্যও হুমকিস্বরূপ। এ ধরনের অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে নাসের রহমান তার নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশে বলেন, গুজবে কান না দিয়ে তথ্য যাচাই-বাছাই করে সচেতন থাকার পাশাপাশি অপপ্রচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগ হান্টে অংশ নিল সোনারগাঁও বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং ক্লাবের তিন শিক্ষার্থী

বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ সাইবার নিরাপত্তা আয়োজন ‘দ্য বাগ হান্ট সি...

মনোহরদীতে জেলা প্রশাসকের গণশুনানি, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস

নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেছ...

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভা

‘বেগম খালেদা জিয়ার জীবনসংগ্রাম যদি আমরা লালন ও প্রতিপালন করি, তাহলেই তা...

পৌষ-সংক্রান্তি ঘিরে শেরপুরে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

মৌলভীবাজারের শেরপুরে পৌষ-সংক্রান্তির নবান্ন উৎসবকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্য...

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনার ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ কোটি ৮০ লাখ টাকা সহায়তা

কুষ্টিয়া ও মেহেরপুরের বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ক্ষতিগ্রস্ত পরিবারের স...

৩ দিন পর আবারও ফের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

অবরোধ কর্মসূচি পালনের প্রায় ৫ ঘণ্টা পর সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর গুরুত...

AI দিয়ে ভুয়া ভিডিও তৈরির সতর্কবার্তা; নাসের রহমান

AI প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া ভিডিও ক্লিপ তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্য...

AI দিয়ে ভুয়া ভিডিও তৈরির সতর্কবার্তা; নাসের রহমান

AI প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া ভিডিও ক্লিপ তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্য...

২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্র...

নাজমুলকে অব্যাহতি দিল বিসিবি

ক্রিকেটারদের আলটিমেটামের মুখে এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা