ছবি: সংগৃহীত
সারাদেশ

রাখাল নৃত্যের মধ্যদিয়ে শুরু হলো মণিপুরিদের মহারাসলীলা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজন, কড়া নিরোপত্তা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে রাখাল নৃত্যের (গোষ্ঠলীলা) মধ্যদিয়ে শুরু হয়েছে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা। উপজেলার মাধবপুর শিববাজার ও আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে এই উৎসব শুরু হয়। রাস উৎসবকে কেন্দ্র করে ২টি স্থানেই বসেছে মেলা।

নৃত্য চলাকালীন সময় ভক্তরা মণ্ডপে বাতাসা ছিটিয়ে বাতাসা বৃষ্টি করেন। সেই বাতাসা আবারও ভক্তরা কুঁড়িয়ে নেন। রাতে অনুষ্ঠিত হবে রাসোৎসবের রাস নৃত্য। রাসোৎসব উপলক্ষে রাতে দেশি-বিদেশী পর্যটকদের ভিড়ে মিলনতীর্থে পরিণত হবে মাধবপুর আর আদমপুরএলাকা, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। এছাড়াও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা উপলক্ষে মাধবপুর জোড়া মন্ডপ প্রাঙ্গণে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের ১৮৩তম ও আদমপুর মণিপুরি কালচারাল প্রাঙ্গণে মণিপুরি মৈ-তৈ সম্প্রদায়ের ৪০তম মহারাসোৎসব শুরু হয়েছে। এ উপলক্ষ্যে সাদা কাগজের নকশায় নিপুন কারু কাজে সজ্জিত করা হয়েছে মন্ডপগুলো। করা হয়েছে আলোকসজ্জাও। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বুধবার দুপুর ১২টা থেকে তুমুল আনন্দ-উৎসাহে ঢাক-ঢোল, খোল-করতাল আর শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ ও তার সখী রাধার লীলাকে ঘিরে শুরু হয় রাখাল নৃত্য। চলে সন্ধ্যা পর্যন্ত।

আয়োজকেরা জানান, সাদা কাগজের নকশায় নিপুণ কারুকাজে সজ্জিত করা হয়েছে মণ্ডপ, এ মণ্ডপেই রাতে হবে রাস নৃত্য। রাস উপলক্ষে সকাল থেকেই জড়ো হচ্ছেন দর্শনার্থী। আশপাশের এলাকার দর্শনার্থীতো আছেনই, সেই সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও এসেছেন অনেকে। সকলের উদ্দেশ্য মণিপুরি সম্প্রদায়ের রাসোৎসব উপভোগ করা। সময় বাড়ার সাথে সাথে মানুষের সমাগম বাড়তে থাকে। শিশু, কিশোর, নারী, পুরুষসহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বয়সের সকল শ্রেণি পেশার মানুষের সমাগমে যখন কমলগঞ্জের মাধবপুর জোড়া মণ্ডপ প্রাঙ্গণ যখন কানায় কানায় পূর্ণ তখন রাখাল নৃত্যের মধ্যদিয়ে শুরু হলো মণিপুরি সম্প্রদায়ের রাসোৎসব।

মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ বলেন, রাস উৎসবকে কেন্দ্র করে সব প্রস্তুত। রাস উৎসব দেখতে দেশ-বিদেশের দর্শনার্থীরা এখানে ভিড় করেন। আশা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় ও প্রশাসনের সহযোগিতায় রাস উৎসব সফলভাবে সমাপ্ত হবে।


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাদির কণ্ঠ থেমে গেলেও, তার আদর্শে নতুন প্রজন্মের ধ্বনি

ওসমান হাদির পুরো নাম শরিফ ওসমান বিন হাদি। তার জন্ম ৩০ জুন ১৯৯৩ সালে ঝালকাঠি জ...

কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন: গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে

কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে দুর্বৃত্তদের আগুনের কারণে কিছু গুরুত...

রাষ্ট্রীয় মর্যাদায় সংসদ এলাকায় ওসমান হাদির জানাজা সম্পন্ন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজা আজ শনিবার বেলা দুইটায় জাতী...

জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের ১১০ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা

মফস্বল ও প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা,...

কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হবে হাদিকে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হবে শরিফ ওসমান হাদিকে।...

কক্সবাজারে পর্যটক হয়রানি, ব্যবস্থা নিল টুরিস্ট পুলিশ

কক্সবাজারে পর্যটকের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে এক কিটকট ব্যবসায়...

চট্টগ্রামে বাবার মরদেহ দাফনে সন্তানদের বাধা

চট্টগ্রামের হাটহাজারীতে সম্পত্তি বণ্টন নিয়ে পারিবারিক বিরোধের জেরে বাবার মরদে...

পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষায় কক্সবাজার টুরিস্ট পুলিশের উদ্যোগ

কক্সবাজার পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষায় পৌরসভার মাধ্যমে ময়লার স্তূপ পরিষ্কার...

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

কক্সবাজারের পেকুয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছেনু আরা বেগম (৪৭) নামে এক নারীর মৃত...

কুষ্টিয়ায় প্রযুক্তির সহায়তায় সহিংসতা বিষয়ে গণমাধ্যম কর্মশালা

প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও করণীয় বিষয়ে কুষ্টিয়ায় দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা