নিজস্ব প্রতিবেদক: জাতীয় পেনশন কর্তৃপক্ষের নিউজ বুলেটিন ‘সর্বজনীন পেনশন বার্তা’র ১ম সংখ্যার মোড়ক উন্মোচিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সর্বজনীন পেনশন কার্যক্রম নিয়ে বুলেটিনের ১ম সংখ্যা প্রকাশ করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। এ সময় অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইজদানী খান, অর্থ বিভাগের বিভিন্ন উইংয়ের অতিরিক্ত সচিব এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন কার্যক্রম ও হালনাগাদ অবস্থা অর্থ প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইজদানী খান বলেন, আজ সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন সংখ্যা ১ লাখের মাইলফলক অতিক্রম করেছে। সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধনের এ সাফল্যের পেছনে মুখ্য ভূমিকা পালন করেছে সরকারের মাঠ পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সর্বজনীন পেনশন স্কিমে জনগণকে উদ্বুদ্ধকরণে কার্যকর ভূমিকা রেখেছেন।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরা প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
অর্থ প্রতিমন্ত্রী বুলেটিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আশা প্রকাশ করেন যে, এ বুলেটিনের মাধ্যমে সর্বজনীন পেনশন সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে জনগণ আরও বিস্তারিত জানতে পারবে এবং উপকৃত হবে।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাস্তবায়নে জনগণকে উদ্বুদ্ধকরণে সরকারের সব পর্যায়ের কর্মকর্তাদের প্রশংসনীয় ভূমিকার প্রতি প্রতিমন্ত্রী গুরুত্বারোপ করেন। তার বক্তব্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষের কাজের প্রশংসা করেন এবং এর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
এবি/ এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            