নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ অস্থিতিশীল করার জন্য পোশাক শ্রমিকদের রাস্তায় নামানো হয়েছে। বিএনপি-জামায়াত তো গণতন্ত্র বিশ্বাস করে না। তারা হরতাল ও অবরোধের নামে আগুন সন্ত্রাস ও লুটপাট করছে। তাদের প্রতি ঘৃণা ছাড়া আর কিছু নেই।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের সভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়ন অনেকের সহ্য হচ্ছে না। আবারও সেই আগুনে পোড়ানো খেলা শুরু হয়েছে। যারা আগুন দিবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, আমাদের সরকারকে উৎখাত করবে, পদত্যাগ করতে হবে। কি কারণে? আমরা তো বিএনপির উপর গ্রেনেড নিক্ষেপ করিনি। আমরা মানুষ মেরে উল্লাস করে আন্দোলন করিনি।
বিএনপি আগুন দিয়ে মানুষ হত্যা করবে। পুলিশকে ফেলে দিয়ে কি নির্মমভাবে হত্যা করেছে। হাসপাতালের ভিতরে ঢুকে পুলিশকে পিটানো, হাসপাতাল পোড়ানো।
এ সময় দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা এভাবে মানুষের উপর হামলা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আমরা মানুষকে বিনামূল্যে ঘর দিচ্ছি। মানুষের ঘরে খাবার পৌছে দেয়ার ব্যবস্থা করছি। আমি গার্মেন্টস শ্রমিকদের বলব, যেটা বাড়ানো হয়েছে সেটা নিয়েই তাদের কাজ করতে হবে।
সরকারে থেকে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখনো কমেনি দাবি করে শেখ হাসিনা বলেন, এখনো দেশের ৭০ ভাগ মানুষ এ দলের ওপর আস্থা রাখে। একমাত্র আওয়ামী লীগই প্রকৃত রাজনৈতিক সংগঠন। বাকিরা হত্যা ও ষড়যন্ত্র ছাড়া কিছু বোঝে না।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            