নিজস্ব প্রতিবেদক : আগামীকাল রোববার ভারতের দিল্লি থেকে ঢাকায় ফিরবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
আন্তর্জাতিক শাহজালাল বিমান বন্দরে দুপুর ২টায় তার পৌঁছানোর কথা রয়েছে।
রোববার (১০ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, তিনি বেলা ১১টায় দিল্লি থেকে রওয়ানা দেবেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহউদ্দিন নিখোঁজ হন। ৬২ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে।
আমার বাংলা/এমআর
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            