একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা সবাই মিলে এমন একটি দেশ গড়তে চাই, যেটি একজন মায়ের দৃষ্টিতে নিরাপদ। যেখানে মানুষ নিশ্চিন্তে ঘর থেকে বের হতে পারবে এবং নিরাপদে ঘরে ফিরতে পারবে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান তার বক্তব্যের শুরুতে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রাব্বুল আলামিনের অশেষ রহমতে তিনি আবার মাতৃভূমির মাটিতে ফিরে আসতে পেরেছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ তাদের বাকস্বাধীনতা ফিরে পেতে চায়। জনগণ চায় যোগ্যতার ভিত্তিতে ন্যায্য অধিকার নিশ্চিত হোক। এখন সময় এসেছে—সবাই একসঙ্গে দেশ পুনর্গঠনের কাজে এগিয়ে আসার।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা প্রায় ১১:৪৫ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।পরবর্তীতে ‘বাংলাদেশ’ লেখা লাল-সবুজ বুলেটপ্রুফ বাসে করে তিনি গণসংবর্ধনাস্থলের উদ্দেশে যাত্রা করেন।
বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি ৩০০ ফিট সড়কের সমাবেশস্থলে পৌঁছান।
আমারবাঙলা/এসএবি