বিএনপির সঙ্গে রাজনৈতিক জোট না করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মগবাজারে গুলফেশা টাওয়ারে এলডিপির পার্টি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে কর্নেল অলি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের স্বার্থে এলডিপি নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনে অংশ নেবে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নয়, দলীয় স্বতন্ত্র অবস্থান থেকেই ভোটের মাঠে থাকবে এলডিপি।
তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষায় এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় এলডিপি দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় দলটি এককভাবে নির্বাচন করে জনগণের রায় নিতে চায়।
সংবাদ সম্মেলনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নুরুল আলম তালুকদার, ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে, একই দিন সকালে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগ দেন। তিনি কুমিল্লা-৭ আসন থেকে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তার বিএনপিতে যোগদানের বিষয়ে কর্নেল অলি বলেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, দলীয়ভাবে এর দায় এলডিপি বহন করবে না।
এলডিপির এই ঘোষণাকে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আমারবাঙলা/এসএ