আন্তর্জাতিক

পদত্যাগ করলেন ভারতের ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের বর্তমান ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় হঠাৎ করেই পদত্যাগ করেছেন। সোমবার শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে তিনি দায়িত্ব থেকে অবসরের ঘোষণা দেন। তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর আগেই পদত্যাগের এ সিদ্ধান্ত ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

৭৪ বছর বয়সী ধনখড় চলতি মাসের শুরুতেই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘উপযুক্ত সময় ও ঈশ্বরের ইচ্ছাতেই আমি সরে দাঁড়াব।’

তবে কংগ্রেসসহ বিভিন্ন বিরোধী দল মনে করছে, পদত্যাগের পেছনে আরও অজানা কারণ রয়েছে, যা প্রকাশ্যে আসেনি।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দেওয়া পদত্যাগপত্রে ধনখড় জানান, তার পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, “এই রূপান্তরের সময়ে ভারতের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারা আমার জীবনের অন্যতম গর্বের বিষয়। অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের অংশ হতে পারাও এক বড় প্রাপ্তি।”

রাজস্থানের কিথানা গ্রামের এক কৃষক পরিবারে জন্ম নেওয়া ধনখড়ের জীবনের পথচলা সহজ ছিল না। চিত্তৌড়গড় সাইনিক স্কুল ও রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে তিনি রাজস্থান হাই কোর্ট ও পরে ভারতের সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত হন। রাজনীতির শুরুতে তিনি কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে বিজেপিতে যোগ দেন এবং চন্দ্রশেখর সরকারের সময় মন্ত্রিত্ব পান।

ওবিসি সম্প্রদায়ের বিশেষ করে জাটদের অধিকারের পক্ষে বরাবরই সোচ্চার ছিলেন তিনি। ২০১৯ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিয়োগ পাওয়ার পর কেন্দ্র-রাজ্য সম্পর্ক, বিশ্ববিদ্যালয় নিয়োগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার সংঘাতে জড়ান।

উপরাষ্ট্রপতি হিসেবে রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালে বিরোধীদের সঙ্গে তার সম্পর্ক অনেক সময়ই উত্তপ্ত হয়ে উঠেছিল। একপর্যায়ে তাকে সরানোর প্রক্রিয়াও শুরু হয়েছিল, যদিও তা সফল হয়নি। সেই প্রসঙ্গে তিনি একবার কটাক্ষ করে বলেছিলেন, “মরিচা ধরা সবজি কাটার ছুরি দিয়ে বাইপাস সার্জারি করার চেষ্টা।”

২০২২ সালের আগস্টে অনুষ্ঠিত উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভাকে হারিয়ে তিনি ৭৪ শতাংশের বেশি ভোটে জয়লাভ করেন, যা ১৯৯২ সালের পর সর্বোচ্চ ব্যবধান।

তার হঠাৎ পদত্যাগে ভারতের রাজনীতিতে বড়সড় একটি শূন্যতা সৃষ্টি হয়েছে। এখন অপেক্ষা, কে হবেন পরবর্তী ভাইস প্রেসিডেন্ট এবং এই সিদ্ধান্ত ঘিরে বিরোধীদের রাজনৈতিক কৌশলই বা কী হবে।

সূত্র: এনডিটিভি

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সোনার দাম আবার আকাশছোঁয়া, আজ থেকেই নতুন মূল্য কার্যকর

এক দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স...

খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলায় কোস্টাল ইয়ুথের প্রশিক্ষণ

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে “ক্লায়েন্ট সেন্টার্ড হিউম্যানিট...

মৌলভীবাজারে পোস্টারবিহীন নির্বাচন, বেড়েছে স্বচ্ছতা

দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টার ও ব্যানারবিহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বা...

পদত্যাগের ৫০ দিন পরও সরকারি বাসায় আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

গত বছরের ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছ...

কুলাউড়ায় মনু নদীর চর কেটে কোটি টাকার বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা, হাজিপুর ও রাজাপুর এলাকায় মনু নদীর চর...

টেকনাফে কোটি টাকার ইয়াবাসহ আটক ১০

কক্সবাজারের টেকনাফে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমা...

পেকুয়ায় ইয়াবাসহ গ্রেফতার ২

কক্সবাজার জেলার পেকুয়া থানায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২৬ পিস ইয়াব...

প্রতিটি ঘর থেকে বর্জ্য সংগ্রহ করে ক্লিন সিটি গড়তে হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে প্রতিটি ঘর থেকে নিয়মিত...

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি শনিবার, রোববার আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

চট্টগ্রাম বন্দর বেসরকারিকরণের উদ্যোগ বাতিল না হলে শনিবার থেকে অপারেশনাল কার্য...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে : ফেনীর তিন সংসদীয় আসনে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেনী জেলার তিনটি সংসদীয় আসনে সার্বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা