বিনোদন ডেস্ক: পুজোর আগেই পেলেন সুখবর। পুত্রসন্তানের বাবা হয়ে জিৎ লিখলেন, হৃদয়ে একরাশ কৃতজ্ঞতা নিয়ে আমাদের ছেলের এই পৃথিবীতে আসার খবর সবার সাথে ভাগ করে নিচ্ছি।
২০১১ সালে মোহনা- রতলানিকে বিয়ে করেন জিৎ। তাদের মেয়ের নাম নবন্যা। এবার জিৎ-মোহনার কোলে এলো রাজপুত্র।
সুখবর শেয়ার করতেই পড়ল শুভেচ্ছার ধুম। শুভশ্রী মন্তব্য করেন- আমি তো আগেই বলেছিলাম তোমায়।
জিৎ এর আগে প্রেগন্যান্সির খবর শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, খুব জলদিই আসতে চলেছে আমাদের পরবর্তী সন্তান।
অভিনেতা বরাবরই ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রাখতে পছন্দ করেন। তাই এতদিন কেউ টের পায়নি প্রেগন্যান্সির খবর।
জিতকে শেষ দেখা গিয়েছে চেঙ্গিজে; যা মুক্তি পেয়েছিল হিন্দি ও বাংলায় এক সাথে, গোটা দেশজুড়ে এরপর দেখা যাবে ব্যুমেরাং, মানুষ-এর মতো ছবিতে।
তবে, কিছুদিন আগে দ্বিতীয়বার বাবা হয়েছেন গায়ক অনীক চক্রবর্তী। তার স্ত্রীও একটি পুত্রসন্তানের জন্ম দেন। ছেলে হয়েছে অভিনেতা গৌরব-ঋদ্ধিমারও। এবার সেই দলে নাম লেখালেন জিৎও।
রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ২য় সন্তান। ৩ বছরের ইউভান আর মাত্র মাস দেড়েকের মধ্যেই পেয়ে যাবে ভাই বা বোন।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            