ছবি-সংগৃহীত
সারাদেশ
ট্রলার ডুবি

মেঘনায় আরো ৩ লাশ উদ্ধার, নিখোঁজ ২

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: গজারিয়া- চরকিশোরগঞ্জ খেয়াঘাট সংলগ্ন মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় দুই শিশু সহ ৩ টি লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় নিখোঁজ জান্নাতুল মাওয়া (৬) এর লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।

এর আগে সকালে ৭ টার দিকে নিখোঁজ জান্নাতুল মারওয়ার (৮) লাশ পাওয়া যায়। রোববার সকাল সাতটার দিকে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে কোস্টগার্ড। এ ঘটনায় এখনো ৩ শিশু নিখোঁজ রয়েছে।

পরে সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরঝাপটা এলাকার মেঘনা নদী থেকে নিখোঁজ সাব্বির হোসেনের (৪০) লাশ উদ্ধার করা হয়। তবে নিখোঁজ শিশুদের স্বজনরা উদ্ধার কাজে ধীরগতি বলে দাবি করেন।

জান্নাতুল মারওয়া ও জান্নাতুল মাওয়া মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের দক্ষিণ ফুলদি গ্রামের বোরহান উদ্দিনের মেয়ে। সাব্বিরদের বাড়ি রংপুরের কমাছপাড়া এলাকায়। তিনি গজারিয়ায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় একই দুর্ঘটনায় ফুলদি গ্রামের সুমনা আক্তারের (৩০) লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনোও নিখোঁজ রয়েছেন সাফা আক্তার (৪) ও রিমাদ (২)।

এ ব্যাপারে নারায়ণগঞ্জের কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাবিবুল্লাহ বলেন, নিখোঁজ সাব্বিরের মরদেহ নৌ-পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার করেছে এবং জান্নাতুল মারওয়া লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড।

পরে বিকেল সাড়ে ৪ টার দিকে জান্নাতুল মাওয়া লাশ উদ্ধার করে নৌপুলিশ। তিনি আরও বলেন, এখনও দুই শিশুর নিখোঁজ রয়েছে তাদের উদ্ধারে অভিযান চলছে।

বিআইডব্লিউটিএর উপ পরিচালক (নারায়ণগঞ্জ বন্দর) ওবায়দুল করিম খান বলেন, গতকাল সারা রাত নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ, নৌ-পুলিশের সদস্য ও ডুবরিরা কাজ করেছেন। সকালে ওই শিশুর লাশ চাঁদপুর মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকার একটি খালে ভেসে ওঠে। কোস্টগার্ড ও পরিবারের সদস্যরা লাশটি উদ্ধার করেছেন। এ লাশ ঘটনাস্থল থেকে অনেক দূরে পাওয়া গেল।

ধারণা করা হচ্ছে, অন্যদের সন্ধানও এদিকে পাওয়া যেতে পারে। সকাল ১০টার দিকে সদর উপজেলার চরঝাপটা এলাকার মেঘনা নদী থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছে। পরে আরও একটি মেয়ে শিশুর লাশ পাওয়া যায়। তার নাম জান্নাতুল মাওয়া।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা পোনে ৭ টার দিকে গজারিয়া ঘাট থেকে ট্রলারে করে চরকিশোরগঞ্জ খেয়াঘাট এলাকায় ঘুরতে আসেন ১১জন। সেখানে ঘোরাঘুরি শেষে ট্রলারটি সন্ধ্যার পর গজারিয়ার দিকে যাচ্ছিল।

সে সময় নারায়ণগঞ্জ থেকে বালু নিতে মুন্সীগঞ্জের বালুমহালের দিকে আসা একটি বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দিলে ১১ যাত্রী নিয়ে ডুবে যায়। স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় পাঁচজন তীরে উঠতে পারলেও নিখোঁজ হন ৬ জন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমিতে ‘অ্যাডোলেন্স’-এর জয়জয়াকার

বাংলাদেশ সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘোষণা করা হলো ৭৭তম এমি অ্যাওয়ার্ডস।...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

রাকসু নির্বাচনে কার কী প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের এ পর্যন্ত নয়টি প্...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

বিপৎসীমা ছাড়িয়ে গেছে তিস্তার পানি

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি আব...

গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত কমিশন

গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের একটি স্...

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

ডেঙ্গু রোগীদের চিকিৎসা আরও সুশৃঙ্খল করতে সরকারি হাসপাতালগুলোকে নতুন নির্দেশনা...

ক্রীড়া পরিদপ্তরে দুদকের অভিযান

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি প...

এক লাফে ট্যারিফ বাড়ল গড়ে ৪০ শতাংশ

বন্দর ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করেই নতুন ট্যারিফের প্রজ্ঞাপন জারি করা হয়...

বগুড়ায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে এক নারী ও তার কলেজপড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা