গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুর রহমান কিরণের উপর জুতা ও ডিম নিক্ষেপ করেছে বিক্ষুদ্ধ জনতা।
রবিবার সকালে পৃথক একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য আদালতে আনা হয়। পরে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। সেখান থেকে বের হওয়ার পথে এ ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ জনতা এ আওয়ামী লীগ নেতার ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পুলিশ দ্রুত তাকে প্রিজনভ্যানে উঠালে বিক্ষুব্ধ জনতা প্রিজন ভ্যানে লাথি ও ঢিল ছুড়তে থাকে। এসময় উত্তপ্ত হয়ে উঠে আদালত চত্বর।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদুর রহমান কিরণকে আদালত পাড়ার গারদ খানার সামনে প্রিজনভ্যানের দিকে নিয়ে আসছিলেন। এমন সময় আশপাশে দাড়িয়ে থাকা বিক্ষুব্ধ জনতা স্লোগান দিয়ে তার উপর ডিম নিক্ষেপ করে। এসময় আরও কিছু লোক এসে ঢিল ছুড়ে ও তাকে উদ্দেশ্য করে ঝাড়ু দিয়ে আঘাত করে। পরে পুলিশ দ্রুত তাকে প্রিজনভ্যানে তুলে প্রস্থান করে।
উল্লেখ, এর আগে গত ১৮ নভেম্বর রাতে ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক এই ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে গ্রেফতার করে বিজিবি।
আমার বাঙলা/এনবি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            