ছবি: সংগৃহীত
সারাদেশ
বুদ্ধিজীবী দিবসের বক্তব্যে বিতর্ক

উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে একজোট চবি’র ছাত্র সংগঠনগুলো

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খানের মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ক্যাম্পাসে। তার পদত্যাগ দাবিতে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শাখা ছাত্রদলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

পদত্যাগের দাবিতে সংহতি প্রকাশ করে আন্দোলনে অংশ নেন শাখা ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়নসহ কয়েকটি সংগঠনের নেতারা। এ সময় অতীশ দীপংকর হল সংসদের ভিপি রিপুল চাকমাসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালা দেওয়ার পর চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, বিশ্ববিদ্যালয় সাধারণ জনগণের করের টাকায় পরিচালিত হয়। বুদ্ধিজীবী দিবসের আলোচনায় উপ-উপাচার্য যে মন্তব্য করেছেন, তা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। পাকিস্তানি বাহিনী এ দেশের মানুষের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে এবং নারী নির্যাতন করেছে। এমন বাহিনী সম্পর্কে দেওয়া বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তালা খোলা হবে না বলে জানান তিনি।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের চট্টগ্রাম জেলার সভাপতি ধ্রুব বড়ুয়া বলেন, উপ-উপাচার্যের বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। তার বক্তব্য থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে বিকৃত দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। এ কারণে তার পদত্যাগ দাবি করছি।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চবি প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় অধ্যাপক শামীম উদ্দিন খান বলেন, ১৬ ডিসেম্বর আত্মসমর্পণের দিন নির্ধারিত ছিল এবং পাকিস্তান সেনাবাহিনী তখন ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে পরিস্থিতিতে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ধারণা অবান্তর বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া তিনি এ হত্যাকাণ্ডকে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেও উল্লেখ করেন।

উপ-উপাচার্যের এসব বক্তব্যের প্রতিবাদেই আজ প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলনে নামে ছাত্র সংগঠনগুলো।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মৌলভীবাজারে পোস্টারবিহীন নির্বাচন, বেড়েছে স্বচ্ছতা

দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টার ও ব্যানারবিহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বা...

সোনার দাম আবার আকাশছোঁয়া, আজ থেকেই নতুন মূল্য কার্যকর

এক দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স...

কুলাউড়ায় মনু নদীর চর কেটে কোটি টাকার বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা, হাজিপুর ও রাজাপুর এলাকায় মনু নদীর চর...

পদত্যাগের ৫০ দিন পরও সরকারি বাসায় আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

গত বছরের ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছ...

বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা: নোয়াখালীতে বিএনপির ১৮ নেতা বহিষ্কার

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত...

প্রতিটি ঘর থেকে বর্জ্য সংগ্রহ করে ক্লিন সিটি গড়তে হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে প্রতিটি ঘর থেকে নিয়মিত...

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি শনিবার, রোববার আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

চট্টগ্রাম বন্দর বেসরকারিকরণের উদ্যোগ বাতিল না হলে শনিবার থেকে অপারেশনাল কার্য...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে : ফেনীর তিন সংসদীয় আসনে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেনী জেলার তিনটি সংসদীয় আসনে সার্বি...

খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলায় কোস্টাল ইয়ুথের প্রশিক্ষণ

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে “ক্লায়েন্ট সেন্টার্ড হিউম্যানিট...

মৌলভীবাজারে পোস্টারবিহীন নির্বাচন, বেড়েছে স্বচ্ছতা

দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টার ও ব্যানারবিহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা