ছবি: সংগৃহীত
সারাদেশ

নির্বাচনী জনসংযোগে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, নিহত ১

আমার বাঙলা ডেস্ক

দলীয় মনোনয়ন লাভের পর নেতাকর্মীদের নিয়ে গণসংযোগের শুরুতে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী- চান্দগাঁও-পাঁচলাইশ ও বায়েজিদ আংশিক) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ। এ সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা। তাকে বিএনপি কর্মী হিসেবে তাৎক্ষণিক প্রচার করা হলেও নগর যুবদলের দপ্তর থেকে জানানো হয়েছে তিনি দলের কেউ নন। বুধবার বিকেল ৫টার দিকে নগরীর হামজারবাগ এলাকার চালিতাতলীতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ এরশাদ উল্লাহসহ দুজনকে তাৎক্ষণিকভাবে নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সরোয়ার হোসেন বাবলার মৃত্যু নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে, এরশাদ উল্লাহ শঙ্কামুক্ত বলে জানানো হয়েছে। এরশাদ উল্লাহর ভাগিনা অ্যাডভোকেট সাঈদ জানিয়েছেন, তার মামার বুকে স্পিøন্টার বিদ্ধ হয়েছে।

কারা এ ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে পুলিশ বা অন্য কোনো সূত্র নিশ্চিত করতে পারেনি। তবে, স্থানীয় একটি সূত্র জানায়, মূলত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা ছিলেন তার প্রতিপক্ষ সন্ত্রাসীদের টার্গেট। এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদ (বর্তমানে কারাগারে) গ্রুপের সঙ্গে বাবলা গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এ ঘটনা এরই বহির্প্রকাশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, মহানগর পুলিশ ঘটনার ব্যাপারে নিশ্চিত করলেও কী কারণে তা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। এলাকার একটি সূত্রে জানানো হয়েছে, এরশাদ উল্লাহ সন্ত্রাসীদের টার্গেট ছিলেন না। সরোয়ার হোসেন বাবলাই ছিলেন মূল টার্গেট। বিক্ষিপ্তভাবে গুলি চালাতে গিয়ে এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন।

উল্লেখ্য, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ধানের শীষের পক্ষে চট্টগ্রাম-৮ আসনে মনোনয়ন লাভ করেছেন গত সোমবার। মনোনয়ন লাভের পর আনুষ্ঠানিক প্রচারের শুরুতে তিনি হামলার শিকার হলেন। সন্ধ্যা ৭টায় হাসপাতাল সূত্রে তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে।

বিএনপি সূত্র জানায়, এরশাদ উল্লাহ বর্তমানে কুয়াইশ সংযোগ সড়কের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরশাদ উল্লাহ তার নেতাকর্মীদের নিয়ে চালিতাতলী এলাকায় যখন গণসংযোগ করছিলেন তখনই অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি শুরু করে। এ সময় তিনিসহ দুজন আহত হন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (উত্তর) আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, সন্ধ্যার দিকে ওই এলাকায় গুলির ঘটনা ঘটেছে। তিনি যে (এরশাদ উল্লাহ) সেখানে যাবেন এ বিষয়ে পুলিশকে জানানো হয়নি।

এদিকে, এরশাদ উল্লাহর গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে হাসপাতালে ভিড় করেন মহানগর বিএনপির অসংখ্য নেতাকর্মী। দলটির পক্ষ থেকে সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

অপরদিকে মহানগর যুবদল সূত্র জানায়, চট্টগ্রাম মহানগরীর আওতাধীন বায়েজিদ থানা যুবদলের আহ্বায়ক কমিটিতে মো. সরওয়ার হোসেন বাবলা নামে কোনো যুগ্ম আহ্বায়ক নেই। এই নামের কেউ যুবদলের পদ-পদবি ব্যবহার করে অপকর্ম করলে যুবদল দায়ী থাকবে না।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সরোয়ার ছিলেন চট্টগ্রামে-৮ এর সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের সহযোগী। মতবিরোধের কারণে সরোয়ার আলাদা গ্রুপ সৃষ্টি করেন। চট্টগ্রামের বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে দীর্ঘদিন ধরে আলোচনায় ছিলেন সরোয়ার হোসেন বাবলা।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে দলীয় প্রার্থী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় শাস্তির দাবি জানিয়েছেন দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লাহ গণসংযোগকালে বুধবার বিকেলে দুষ্কৃতকারীদের দ্বারা গুলিবিদ্ধ হয়ে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তথ্যমতে, এ সময় আরও একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এই অমানবিক ও নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করছি।

বিএনপি মহাসচিব বলেন,ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। দুষ্কৃতকারীদের নির্মম হামলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লাহসহ আরও একাধিক ব্যক্তি গুলিবিদ্ধের ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহির্প্রকাশ।
ফখরুল বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতেই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। তাই এসব দুষ্কৃতকারীকে কঠোর হস্তে দমনের বিকল্প নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল, মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নইলে ওঁৎ পেতে থাকা দুষ্কৃতকারীরা মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে।

বিএনপি মহাসচিব বিবৃতিতে এরশাদ উল্লাহসহ অন্যান্য গুলিবিদ্ধ ব্যক্তির ওপর হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং গুলিতে আহতদের আশু সুস্থতা কামনা করেন।


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোরেলগঞ্জে লবণাক্ত জমিতে কমলা     

বেকার জীবন যে কত কষ্টকর, তা ভালো করেই জানেন নাসির উদ্দিন মল্লিক। পাঁচ সন্তান...

কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণায় পাঁচ শরিয়াহ ব্যাংক অকার্যকর

আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়াভিত্তিক ৫টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কে...

ফেনীতে চাঞ্চল্যকর দুই শিশু হত্যা মামলার মূল আসামি জনি গ্রেপ্তার

ফেনীর সদরের বিরিঞ্চিতে দুই শিশুকে পুড়িয়ে হত্যার মামলার মূল আসামি কামাল হোসেন...

খালেদা জিয়ার খালাসের রায় প্রকাশ 

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়...

ঝিকরগাছা থেকে পিতাপুত্রসহ পাঁচজন উদ্ধার, আটক ২

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রাম থেকে ২৫ দিন আগে অপহৃত পাঁচজন...

সোজা আঙুলে না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, &ld...

নভেম্বরে গণভোটের দাবিতে উত্তাল পল্টন

নভেম্বরে গণভোট আয়োজন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে রাজধানী...

জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আ...

পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)-এর গেল আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় ছিল...

জোহরান মামদানির জয়ে হুমকিতে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব : ট্রাম্প

নিউইয়র্কের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ‘বামপন্থী’ডেমোক্রেটিক সোশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা