চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রাম থেকে ২৫ দিন আগে অপহৃত পাঁচজনকে যশোর জেলার ঝিকরগাছা উপজেলা থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধারকৃতরা হলেন জীবননগরের গোয়ালপাড়া গ্রামের স্বপন, হাসান, আবুল হোসেন, আনার হোসেন ও তাঁর ছেলে শফি। বুধবার (৫ নভেম্বর) ভোর রাতে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের কুল্লা গ্রামের রেজাউলের খামারের একটি গোডাউন থেকে তাঁদের উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা) বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে সংবাদ সম্মেলনে জানানো হবে।’
পুলিশ জানায়, গত ১৩ ও ১৪ অক্টোবরের মধ্যে পাঁচজনকে গোয়ালপাড়া গ্রাম থেকে অপহরণ করা হয়। পরে ২১ অক্টোবর অপহৃত হাসানের বাবা শওকত আলী জীবননগর থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করেন।
তদন্তের অংশ হিসেবে জীবননগর থানার পুলিশ মঙ্গলবার (৪ নভেম্বর) সন্দেহভাজন হিসেবে হরিহরনগর গ্রামের মৃত আব্দুল গনির ছেলে আজিজুল হক (৪৫) এবং মুন্নাফের ছেলে আমিরুল ইসলাম (৩৭)কে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা অপহরণের বিষয়টি স্বীকার করেন এবং তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ যশোরে অভিযান চালিয়ে পাঁচজনকে উদ্ধার করে।
একটি সূত্র জানায়, অপহৃতদের কেউ কেউ সীমান্ত এলাকায় সোনা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে পুলিশ বিষয়টি যাচাই করছে।
অপহৃতদের পরিবারের সদস্যরা জানান, সোনা চোরাচালানসংক্রান্ত বিরোধের জের ধরেই তাঁদের অপহরণ করা হয়েছিল।
উদ্ধারকৃত পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁরা প্রকৃতপক্ষে অপহৃত হয়েছিলেন নাকি আত্মগোপনে ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হবে এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের অভিযান অব্যাহত আছে।
আমারবাঙলা/এফএইচ