অবশেষে দেশের মাটিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী উড়োজাহাজটি রাজধানী ঢাকার উদ্দেশে যাত্রা করেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)বেলা ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ।এর আগে সকালে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি সিলেটে পৌঁছান।
বাংলাদেশের আকাশে ফেরার অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তারেক রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন, দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর আবার দেশের আকাশে উড়ছেন তিনি।
বুধবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারেক রহমান স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে ঢাকার পথে রওনা হন। প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা এই রাজনৈতিক নেতাকে নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে
তার আগমন উপলক্ষে ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিএনপির পক্ষ থেকে নানা আয়োজন করা হয়েছে। রাজধানীর ৩০০ ফিট এলাকায় বড় পরিসরে সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি ওই কর্মসূচিতে অংশ নেবেন।
আমারবাঙলা/এসএবি