চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস।
সোমবার (২২ ডিসেম্বর) রাত ৮টার দিকে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের চার যাত্রীর কাছ থেকে ৯৮৯ কার্টন সিগারেট জব্দ করা হয়। এ ছাড়া রাত সাড়ে ৮টার দিকে শারজাহ থেকে আসা জি-৯৫২০ ফ্লাইট থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৫২৫ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।
কাস্টমস সূত্র জানায়, যাত্রীদের লাগেজ তল্লাশির সময় শুল্ক ফাঁকি দিয়ে আনা সিগারেটগুলো শনাক্ত করা হয়। একইভাবে শারজাহ থেকে আসা ফ্লাইটে কোনো যাত্রী মালিকানা দাবি না করায় সেগুলো মালিকবিহীন হিসেবে জব্দ করা হয়। জব্দ করা সিগারেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।
আমারবাঙলা/এনইউআ