সংগৃহীত
খেলা

শান্ত-তাইজুলের প্রশংসায় প্রধান কোচ

ক্রীড়া প্রতিবেদক : প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ১৫০ রানের জয়ের মূল কারিগর ছিলেন নাজমুল হোসেন শান্ত ও তাইজুল ইসলাম। ধারনা করা হচ্ছে আগামীকাল থেকে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও দলের প্রধান অস্ত্র হবেন শান্ত-তাইজুল।

প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ৩৭ এবং ১০৫ করেন শান্ত। বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরির নজির গড়েন তিনি। বল হাতে ১৮৪ রানে ১০ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন স্পিনার তাইজুল ইসলাম।

শান্তর অধিনায়কত্বে খুশি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘ যথার্থ সম্মানের সাথেই শান্ত সর্তীর্থদের আদেশ দিয়েছে, মানসম্মত পারফরমেন্স প্রত্যাশা করেছে।’

হাথুরু আরও বলেন, ‘অধিনায়কত্ব ও নেতৃত্ব আলাদা দু’টি আলাদা বিষয়। অধিনায়ক হিসেবে দারুণ করেছে সে। দারুন কৌশলী ছিল সে। বেশির ভাগ সময়ই নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে পেরেছে । ফিল্ডিং সাজানোও ছিল খুব ভালো। কখনও কখনও চিরাচরিত নিয়মের বাইরে হলে খুবই কার্যকর ছিলো।’

তিনি আরও বলেন, ‘শান্তর নেতৃত্ব ছিলো চমৎকার। দুর্দান্ত পারফরমেন্স দিয়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে সে। যথাযথ সম্মানের সাথেই (সতীর্থদের) আদেশ দিয়েছে এবং তাদের কাছ থেকে মানসম্পন্ন পারফরমেন্স পেয়েছে। আমার মনে হয়, তার সামনে লম্বা একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে। সে অধিনায়ক থাকবে কি না, সেটি বোর্ডের সিদ্ধান্ত। যথা সময়ে বোর্ডই সিদ্ধান্ত নিবে।’

শান্তর দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সের ছায়ায় ঢাকা পড়া মোমিনুল হকেরও প্রশংসা করেছেন হাথুরুসিংহে, ‘ম্যাচটি জয়ের জন্য দ্বিতীয় ইনিংসের আমাদের ব্যাটিং গুরুত্বপূর্ণ ছিল। আমরা দু’টি ৯০এর বেশি রানের জুটি গড়েছি। দু’টিতেই ছিলো মোমিনুল। প্রথম ইনিংসে আমরা একটু বেশি রান করতে পারতাম কিন্তু উইকেট ভালো হলে আমরা একটি নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছিলাম। আপনি তখনই এমনটা করতে পারবেন, যখন এটি আপনার পক্ষে যাবে, আবার এটি কখনও কখনও আপনার বিরুদ্ধেও যেতে পারে। আমরা কন্ডিশন এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলেছি। দুই ইনিংসে দলের পারফরমেন্সে আমি খুশি।’

দলে সাকিব আল হাসানের ছায়ায় থাকা সত্বেও নিজেকে উজার করে দেওয়া তাইজুলের প্রশংসা করেছেন হাথুরুসিংহে।

তিনি বলেন, ‘মানসিকভাবে শক্তিশালী একজন মানুষ তাইজুল। বিশ্বমানের খেলোয়াড়ের ছায়ায় খেলেন বলে তার উপর আলো পড়ে না। বেশিরভাগ ম্যাচেই তাকে পাশর্^ চরিত্র হিসেবে খেলতে হয়েছে। তার রেকর্ড অসাধারণ। প্রায় ২শ উইকেট আছে তার। খুব ধারাবাহিক সে। এই টেস্টে দারুণ পরিপক্কতা দেখিয়েছে। টেকনিক্যালই রঙ্গনা হেরাথ তাকে নিয়ে বেশ ভাল কাজ করছেন। আমি মনে করি লম্বা সময় বাংলাদেশকে সেবা দিতে পারবে তাইজুল।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা আজও নির্ধারণ হয়নি: মিজানুর রহমান

পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিবৃত্তিক ভিত্তিকে ধ্বংস করেছে উল্লেখ কর...

শ্রীমঙ্গলে ‘হারমোনি উৎসব’ স্থগিত 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রী...

বিজয় দিবস উদযাপনে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর বিএনপি মহান বিজয় দিবস উদযাপনের জন্...

মহান বিজয় দিবসে দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সর্ব...

বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধায় সিক্ত জাতীয় স্মৃতিসৌধ

আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ নামক একটি স্বাধ...

বড়দিন উপলক্ষ্যে বান্দরবানে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

খ্রিষ্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন–২০২৫ উপলক্ষ্যে বান...

মহেশখালীতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অর্থদণ্ড

কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবৈধভাবে মাটি কাটার ও পরিবহনের অভিযোগে ভ্রাম্যমা...

শ্রীমঙ্গলে ‘হারমোনি উৎসব’ স্থগিত 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা