সংগৃহীত
খেলা

শান্ত-তাইজুলের প্রশংসায় প্রধান কোচ

ক্রীড়া প্রতিবেদক : প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ১৫০ রানের জয়ের মূল কারিগর ছিলেন নাজমুল হোসেন শান্ত ও তাইজুল ইসলাম। ধারনা করা হচ্ছে আগামীকাল থেকে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও দলের প্রধান অস্ত্র হবেন শান্ত-তাইজুল।

প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ৩৭ এবং ১০৫ করেন শান্ত। বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরির নজির গড়েন তিনি। বল হাতে ১৮৪ রানে ১০ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন স্পিনার তাইজুল ইসলাম।

শান্তর অধিনায়কত্বে খুশি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘ যথার্থ সম্মানের সাথেই শান্ত সর্তীর্থদের আদেশ দিয়েছে, মানসম্মত পারফরমেন্স প্রত্যাশা করেছে।’

হাথুরু আরও বলেন, ‘অধিনায়কত্ব ও নেতৃত্ব আলাদা দু’টি আলাদা বিষয়। অধিনায়ক হিসেবে দারুণ করেছে সে। দারুন কৌশলী ছিল সে। বেশির ভাগ সময়ই নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে পেরেছে । ফিল্ডিং সাজানোও ছিল খুব ভালো। কখনও কখনও চিরাচরিত নিয়মের বাইরে হলে খুবই কার্যকর ছিলো।’

তিনি আরও বলেন, ‘শান্তর নেতৃত্ব ছিলো চমৎকার। দুর্দান্ত পারফরমেন্স দিয়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে সে। যথাযথ সম্মানের সাথেই (সতীর্থদের) আদেশ দিয়েছে এবং তাদের কাছ থেকে মানসম্পন্ন পারফরমেন্স পেয়েছে। আমার মনে হয়, তার সামনে লম্বা একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে। সে অধিনায়ক থাকবে কি না, সেটি বোর্ডের সিদ্ধান্ত। যথা সময়ে বোর্ডই সিদ্ধান্ত নিবে।’

শান্তর দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সের ছায়ায় ঢাকা পড়া মোমিনুল হকেরও প্রশংসা করেছেন হাথুরুসিংহে, ‘ম্যাচটি জয়ের জন্য দ্বিতীয় ইনিংসের আমাদের ব্যাটিং গুরুত্বপূর্ণ ছিল। আমরা দু’টি ৯০এর বেশি রানের জুটি গড়েছি। দু’টিতেই ছিলো মোমিনুল। প্রথম ইনিংসে আমরা একটু বেশি রান করতে পারতাম কিন্তু উইকেট ভালো হলে আমরা একটি নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছিলাম। আপনি তখনই এমনটা করতে পারবেন, যখন এটি আপনার পক্ষে যাবে, আবার এটি কখনও কখনও আপনার বিরুদ্ধেও যেতে পারে। আমরা কন্ডিশন এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলেছি। দুই ইনিংসে দলের পারফরমেন্সে আমি খুশি।’

দলে সাকিব আল হাসানের ছায়ায় থাকা সত্বেও নিজেকে উজার করে দেওয়া তাইজুলের প্রশংসা করেছেন হাথুরুসিংহে।

তিনি বলেন, ‘মানসিকভাবে শক্তিশালী একজন মানুষ তাইজুল। বিশ্বমানের খেলোয়াড়ের ছায়ায় খেলেন বলে তার উপর আলো পড়ে না। বেশিরভাগ ম্যাচেই তাকে পাশর্^ চরিত্র হিসেবে খেলতে হয়েছে। তার রেকর্ড অসাধারণ। প্রায় ২শ উইকেট আছে তার। খুব ধারাবাহিক সে। এই টেস্টে দারুণ পরিপক্কতা দেখিয়েছে। টেকনিক্যালই রঙ্গনা হেরাথ তাকে নিয়ে বেশ ভাল কাজ করছেন। আমি মনে করি লম্বা সময় বাংলাদেশকে সেবা দিতে পারবে তাইজুল।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিল্পী বিপাশা গুহঠাকুরতার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

বিশিষ্ট নজরুল-সঙ্গীত শিল্পী বিপাশা গুহঠাকুরতার তৃত...

ঢাকায় পরপর ৩ দিন ৩ দলের সমাবেশ

বৃহস্পতিবার (১ মে) থেকে শুরু হচ্ছে তিন দিনের সরকার...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

হিটলারের মৃত্যু কীভাবে হয়েছিল, নতুন তথ্য

এডলফ হিটলার সারাবিশ্বে পরিচিত নাম। তিনি ছিলেন স্বৈ...

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন  ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা