নারায়ণগঞ্জের বন্দরে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ৪ হাজার ৪৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১। গ্রেপ্তারের নাম মো. জাহেদুল আলম (২৮)।
তিনি কক্সবাজার জেলার সদর থানার মৃত ইব্রাহিমের ছেলে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তার একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন গোপনে নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং ফেনসিডিল ইত্যাদি ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন।
বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে র্যাব-১১ গ্রেপ্তারকে থানায় হস্তান্তর করেছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
আমারবাঙলা/এফএইচ