নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহতের খবর পাওয়া গেছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল প্রায় ৯টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড দশতলা এলাকার বেঙ্গলের মোড় সংলগ্ন ঢাকাগামী লেনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম মো. আব্দুল কুদ্দুস (৩৫)। তিনি শরিয়তপুরের সখিপুর থানার কাদিরগঞ্জ গ্রামের বাসিন্দা।
সিদ্ধিরগঞ্জের মাহমুদপুর সাততলা এলাকায় ভাড়াবাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
স্থানীয়রা জানান, মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল নিষিদ্ধ থাকলেও প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলছে। আর সেই অব্যবস্থাপনার কারণেই মৃত্যুর ঘটনা ঘটল।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. জুলহাস উদ্দিন জানান, হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশা চালকের মরদহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
দুর্ঘটনায় কবলিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে আছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহিনুর আলম বলেন, ‘হাইওয়ের সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ। তারপরও তারা বিভিন্ন পকেট রাস্তাগুলো দিয়ে মহাসড়কে ঢুকে পড়ে, এই কারণেই এই সমস্ত দুর্ঘটনাগুলো হচ্ছে।’
আমারবাঙলা/এফএইচ