নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মধ্য দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিতব্য কদমরসুল সেতুর টেস্ট পাইলিংয়ের কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে শীতলক্ষ্যার পাড়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ এই কাজের উদ্বোধন করেন।
নারায়ণগঞ্জ সদর ও বন্দরের মধ্যে যোগাযোগব্যবস্থা সহজ করতে কদমরসুল সেতু নির্মাণের উদ্যোগ নেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। ২০১৭ সালে স্থানীয় সরকার বিভাগের প্রকল্প যাচাই কমিটির সভায় সেতুর পরিকল্পনা অনুমোদিত হয়। পরে ২০১৮ সালে একনেকের সভায় ৫৯০ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৩৮৫ মিটার দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন পায়।
বিভিন্ন কারণে নির্মাণকাজ দীর্ঘদিন আটকে থাকলেও অবশেষে টেস্ট পাইলিংয়ের মধ্য দিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা হলো। প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব যৌথভাবে পেয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
● আমারবাঙলা/এফএইচ