ছবি: সংগৃহীত
সারাদেশ

কুষ্টিয়ায় সীমান্তের বসবাসরত নাগরিকদের সাথে বিজিবির মতবিনিময়

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–৪৭ ব্যাটালিয়ন। গতকাল বিকেলে পৃথক দুইটি বিওপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। তেতুলবাড়ী বিওপির আয়োজনে তেতুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং রংমহল বিওপির আয়োজনে খাসমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভা দুটি হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। দুই স্থানে মিলিয়ে প্রায় ৪৫০ থেকে ৪৬০ জন স্থানীয় বাসিন্দা অংশ নেন।

সভায় অধিনায়ক রাশেদ কামাল রনি বলেন, পার্শ্ববর্তী ভারতে বর্তমানে এসআইআর (Special Intensive Revision) কার্যক্রম চলছে। এ পরিস্থিতিতে বিএসএফ সীমান্ত দিয়ে পুশ-ইনের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ কারণে স্থানীয় জনগণ ও আনসার–ভিডিপিকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সীমান্তের ওপারের আত্মীয়–স্বজনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে বিজিবিকে জানানো, বিএসএফের গেইট পাহারা দেওয়া, পুশ-ইন ঠেকাতে বিজিবির পাশে থাকা—এসব বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

বিজিবির অধিনায়ক সীমান্ত নিরাপত্তায় স্থানীয়দের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে আরও বলেন, সীমান্ত আইন মেনে চলা, সন্দেহজনক যেকোনো কার্যকলাপ তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানানো এবং চোরাচালান প্রতিরোধে জনগণের সক্রিয় ভূমিকা অপরিহার্য।

তিনি মাদক, অবৈধ অস্ত্র ও মানব পাচারসহ বিভিন্ন ধরনের চোরাচালানের সামাজিক ও নিরাপত্তাজনিত ক্ষতির দিক তুলে ধরে এসব অপরাধ প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এ ছাড়া শূন্য রেখা অতিক্রম না করা, সন্ধ্যার পর সীমান্ত এলাকায় বিচরণ না করা, গবাদিপশু শূন্য লাইনে না চরানো, ভারতীয় জমি লিজ না নেওয়া বা চাষ না করা এবং অহেতুক সীমান্তে যাতায়াত না করার পরামর্শ দেন তিনি।

সভায় জানানো হয়, সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি ও স্থানীয় জনগণের সমন্বয় আরও জোরদার করা হবে এবং ভবিষ্যতেও এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়ায় জনসভায় বক্তব্য দিতে গিয়ে জেলা আমিরের মৃত্যু

কুষ্টিয়ায় সংসদ সদস্য প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত জনস...

শাকসু নির্বাচন ৪ সপ্তাহের জন্য স্থগিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ...

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি অগ্রহণযোগ্য: ইউরোপীয় নেতারা

গ্রিনল্যান্ড দখলের প্রস্তাবের বিরোধিতা করায় আটটি দেশের ওপর নতুন শুল্ক আরোপের...

বাগদান সারলেন অভিনেত্রী মধুমিতা সরকার

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। সৌরভ চক্রবর্তীর সঙ্গে মাত্র ১৮ বছর...

ইসির ওপর আস্থা রাখছে বিএনপি: মির্জা ফখরুল

নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করতে সক্ষম হ...

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় আহত র‍্যাব কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে এক র‍্যাব কর্ম...

চট্টগ্রামের সলিমপুরে র‍্যাবের উপর হামলা, আহত ১, জিম্মি ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যা...

বাকলিয়ায় শীর্ষ সন্ত্রাসী ছোট বাদশাসহ গ্রেফতার ৪

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার বিশেষ অভিযানে পুলিশের তালিকাভ...

আনোয়ারায় ৩০ হাজার ইয়াবাসহ আটক ২

চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন এলাকায় র‍্যাব-৭, চট্টগ্রাম এর মাদকবিরোধী...

অনিয়মের প্রমাণ থাকলে যেকোনো বিচার মেনে নিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা