সংগৃহীত
জাতীয়

দৈনিক আমার বাঙলার বর্ষপূর্তি উদযাপন

সৈয়দ জাফরান হোসেন নূর: দেশের বহুল প্রচারিত দৈনিক আমার বাঙলা ২০২১ সালের ১১ নভেম্বর যাত্রা শুরু করে।

শনিবার রাজধানীর হাতিরপুলে দৈনিক আমার বাঙলার অফিস কনফারেন্স রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

সাংবাদিক আরিফ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: ফারুক আহমেদ।

প্রধান অতিথি মো: ফারুক আহমেদ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে এবং আমার বাঙলা সাথে সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার মন্ত্রণালয়ের দায়িত্ব মিডিয়া ও মিডিয়া সংশ্লিষ্ট বিষয়গুলোকে পৃষ্ঠপোষকতা করা। আমরা সামর্থানুযায়ী সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করে যাচ্ছি।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে যখন শাসনভার গ্রহণ করলেন তখন থেকে সাংবাদিক, সংবাদপত্র এবং মিডিয়ার ব্যাপারে বিশেষ যত্নশীল এবং নিয়মিত পৃষ্ঠপোষকতা করে থাকেন। যা আপনারা ইতোমধ্যে দেখেছেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রের যেমন সংবাদ পত্রের প্রতি দায়িত্ব আছে ঠিক তেমনি ভাবে সংবাদপত্রেরও রাষ্ট্রের প্রতি দায়িত্ব রয়েছে। আমার বাঙলা দ্বিতীয় বর্ষ পেরিয়ে সুনামের সাথে তৃতীয় বর্ষে পদাপর্ণ করেছে। তাই আমি মনে করি, পত্রিকাটি জনপ্রিয়তা ও সফলতার সাথে তার দায়িত্ব পালন করে চলছে। আশাকরি, এ ধারাবাহিকতা অব্যহত রাখবে আমার বাঙলা পরিবার। তৃতীয় বর্ষ নয় পত্রিকাটির নাম আগামী ৩ হাজার বছর শুনতে চাই।

ফারুক আহমেদ আরও বলেন, সংবাদপত্র টিকে থাকা অনেক কঠিন বিশেষ করে প্রিন্ট মিডিয়া। তাই আমি বলতে চাই টিকে থাকার কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি অনলাইন ভার্সন বের করতে হবে। আমার ধারণা আমার বাঙলার যে টিম রয়েছে তারা ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় যথেষ্ট দক্ষ ও যোগ্য। তাই মনে করি, আমার বাঙলা সুনাম ও সফলতার সাথে টিকে থাকবে আগামীর দিনগুলোতে।

পত্রিকার সম্পাদক আরও বলেন, দৈনিক আমার বাঙলা ২০১০ সালের ১৬ ডিসেম্বর সাপ্তাহিক পত্রিকা হিসেবে যাত্রা শুরু করে। দীর্ঘদিন অত্যন্ত সুনামের সাথে পথ চলায়, সময়ের প্রয়োজনে ও চাহিদার আলোকে বাধ্য হয়ে পত্রিকাটিকে দৈনিকে রুপান্তর করতে হয়েছে।

তিনি বলেন দৈনিক আমার বাঙলা দ্বিতীয় বর্ষ পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। আজকের অনুষ্ঠানে আগত সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি আশাকরি আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে।

আজ দ্বিতীয় বর্ষ পেরিয়ে তৃতীয় বর্ষে এসে আমার বাঙলার পাঠক, বিজ্ঞাপনদাতা, শভানুধ্যায়ী সবার প্রতি রইল ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা।

আয়োজিত অনুষ্ঠানে দৈনিক আমার বাঙলার সম্পাদক এম এম রুহুল আমীন, আগত প্রধান অতিথি, অতিথিবৃন্দ এবং পত্রিকাটির সকল পর্যায়ের গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত সবাই দৈনিক আমার বাঙলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে পত্রিকাটির গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- আমার বাঙলার জিএম (মার্কেটিং) মাহফুজুর রহমান খান, আনোয়ারুল ইসলাম সাজু, সৈয়দ জাফরান হোসেন নূর, মো: সাইদুর রহমান খান, জাফর ইকবাল, সোহেল রানা, সানোয়ার হোসেন, মাহফুজুর রহমান, নুসরাত জাহান ঐশী, অন্তরা আফরোজ, সুরাইয়া তাজরিন ওশিন, সুজাত খান, মো: আব্দুল কাদের, শাকিল হোসেন ও সাজ্জাদুর রহমান আশিক, আব্দুল্লাহ আল মাহফুজ শিপন, মো: শিপন মিয়া, মো: তারা মিয়া, মো: আব্দুল করিম উপস্থিত থাকেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সোনার দাম আবার আকাশছোঁয়া, আজ থেকেই নতুন মূল্য কার্যকর

এক দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স...

পদত্যাগের ৫০ দিন পরও সরকারি বাসায় আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

গত বছরের ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছ...

কুলাউড়ায় মনু নদীর চর কেটে কোটি টাকার বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা, হাজিপুর ও রাজাপুর এলাকায় মনু নদীর চর...

পটুয়াখালী-৪ আসনে নির্বাচনী প্রচারণায় বাধা ও নারী কর্মী হেনস্থার অভিযোগ ১০ দলীয় জোট প্রার্থীর

পটুয়াখালী-৪ (রাঙ্গাবালী–কলাপাড়া) আসনে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বা...

বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা: নোয়াখালীতে বিএনপির ১৮ নেতা বহিষ্কার

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত...

প্রতিটি ঘর থেকে বর্জ্য সংগ্রহ করে ক্লিন সিটি গড়তে হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে প্রতিটি ঘর থেকে নিয়মিত...

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি শনিবার, রোববার আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

চট্টগ্রাম বন্দর বেসরকারিকরণের উদ্যোগ বাতিল না হলে শনিবার থেকে অপারেশনাল কার্য...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে : ফেনীর তিন সংসদীয় আসনে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেনী জেলার তিনটি সংসদীয় আসনে সার্বি...

খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলায় কোস্টাল ইয়ুথের প্রশিক্ষণ

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে “ক্লায়েন্ট সেন্টার্ড হিউম্যানিট...

মৌলভীবাজারে পোস্টারবিহীন নির্বাচন, বেড়েছে স্বচ্ছতা

দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টার ও ব্যানারবিহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা