বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরে আসার সংবাদে ভিড় হলেও, এবার অন্য এক সদস্যও ঢাকায় পৌঁছেছে—তার পরিবারের প্রিয় পোষা বিড়াল জেবু। নেটদুনিয়ায় ইতিমধ্যেই জেবুর ছবি ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা প্রায় ১১:৪৫ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এদিকে তারেক রহমানের দেশে ফেরার কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে তার পরিবারের প্রিয় পোষা বিড়াল ‘জেবু’।
সাইবেরিয়ান জাতের লোমশ জেবু মূলত ব্যারিস্টার জাইমা রহমানের পোষা বিড়াল। সামাজিক যোগাযোগমাধ্যমে জেবুর জন্য একটি নিজস্ব ফেসবুক পেজ চালু করা হয়েছে, যা ইতিমধ্যেই বিড়ালপ্রেমীদের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে। পেজটি হালকা ও মজাদার ধাঁচের কনটেন্টে সাজানো এবং অফিসিয়াল হিসেবে নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির বিশেষ সহকারী এবং দলের কনটেন্ট জেনারেশন টিমের (সিজিটি) প্রধান সাইমুম পারভেজ।
তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানরে সঙ্গে ঢাকায় আসছে জেবু।
আমারবাঙলা/এসএবি