অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে চট্টগ্রামের সন্দ্বীপ ঢেকে ১ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ কোস্ট গার্ড।
গত ২২ ডিসেম্বর দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত কর্তৃক চট্টগ্রামের সন্দ্বীপ থানাধীন কাজীপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সাইফুল ইসলাম (২৮) কে আটক করা হয়।
অভিযানে আটককৃত ব্যক্তি নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আমারবাঙলা/এনইউআ