চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ যুবলীগ নেতা মো. এরশাদ আলম (৩৪)কে গ্রেপ্তার করেছে। শনিবার (২০ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার পোপাদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার এরশাদ পোপাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আকুবদণ্ডী মল্লা বাড়ির বাসিন্দা। তিনি মৃত শওকত আলী শরীফের ছেলে এবং পোপাদিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে এরশাদকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।