বিনোদন

এক সিনেমায় কাজ করতে আগ্রহী তিন খান

আমার বাঙলা ডেস্ক

বলিউডের তিন স্তম্ভ তিন খান। শাহরুখ, সালমান ও আমির, এই তিন খানকেই বলা হয় বলিউড নামক পর্বতের তিন চূড়া। গত তিন দশকের বেশি সময় ধরে এই তিনজনই শাসন করছেন বলিউড সাম্রাজ্য। প্রথমজন ‘বাদশাহ’, দ্বিতীয়জন ‘ভাইজান’ আর তৃতীয়জন ‘মি. পারফেকশনিস্ট’ তকমা কুড়িয়েছেন সিনেপ্রেমীদের কাছ থেকে।

বলিউডে অনেক বছর ধরে রাজত্ব করছেন এ তিন খান। শাহরুখের সঙ্গে সালমান একাধিক সিনেমায় অভিনয় করেছেন। আমিরের সঙ্গে দেখা গেছে সালমানকে। তবে শাহরুখের সঙ্গে কখনো অভিনয় করেননি আমির। এ তিনজন একসঙ্গে হাতে গোনা কয়েকটি শোতে অংশ নিলেও, একসঙ্গে সিনেমা করা হয়নি তাঁদের।

বাস্তব জীবনে তাদের মধ্যকার সম্পর্কও যথেষ্ট ঘনিষ্ঠ। তবে বিভিন্ন সময়ে ভক্তদের আবদার থাকার পরও নানা কারণে একসঙ্গে রুপালি পর্দায় দেখা মেলেনি তাদের। প্রায়ই এই বিষয়টি উঠে আসে আলোচনায়। এবার ভক্তদের সেই প্রত্যাশা আরো পাকাপোক্ত করলেন আমির খান।

সম্প্রতি আমির খান জানিয়েছেন, তারা তিনজন একসঙ্গে কাজ করার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন। অপেক্ষা চলছে কেবল জুতসই একটা চিত্রনাট্যের। তেমন কোনো গল্প পেলেই একসঙ্গে কাজ করবেন তারা। রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে দেওয়া এক বক্তৃতায় আমির খান জানিয়েছেন, তিনি বলিউডের বাকি দুই মহানায়ক শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

আমির বলেন, ‘প্রায় ছয় মাস আগে শাহরুখ, সালমান ও আমি বিষয়টি নিয়ে কথা বলেছি। আসলে আমিই প্রস্তাবটি দিয়েছিলাম। শাহরুখ ও সালমানকে বলেছিলাম যে আমরা তিনজন যদি একসঙ্গে একটি সিনেমা না করি, তাহলে সেটা দুঃখজনক হবে।’ আমিরের মতে, অন্য দুজন প্রস্তাবে প্রতি ইতিবাচক ছিলেন।

তিনি বলেন, ‘আমার মনে হয় সালমান ও শাহরুখও সমানভাবে একমত। তারাও জানিয়েছিল আমাদের তিনজনকে একসঙ্গে কাজ করা উচিত। তাই আশা করছি শিগগিরই এটা হবে।’

কিন্তু তিন খানকে একসঙ্গে দেখতে পাওয়ার জন্য একটা গল্প প্রয়োজন, যেখানে তারা স্বতন্ত্রভাবে নিজেদের মুন্সিয়ানা দেখাতে পারবেন। গল্পের দিকে জোর আরোপ করে আমির খান বলেছেন, ‘এর জন্য সঠিক গল্পের প্রয়োজন, তাই আমাদের সঠিক চিত্রনাট্যের জন্য অপেক্ষা করতে হবে, তবে আমরা তিনজনই এটি নিয়ে উচ্ছ্বসিত।’

এর আগেও শাহরুখ ও সালমানের সঙ্গে কাজ করার বিষয়ে কথা বলেছেন আমির। দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোয়ের একটি পর্বে একজন দর্শকের প্রশ্নের উত্তরে আমির খান জানিয়েছিলেন, তিনি নিজেও বলিউডের তিন খানকে একসঙ্গে একটি সিনেমায় দেখতে চান।

আমির বলেন, ‘আপনার ও আমার চিন্তাভাবনা একেবারে একই রকম। আমি সম্প্রতি শাহরুখ ও সালমানের সঙ্গে দেখা করেছি এবং তাদের বলেছি। যদি আমাদের ক্যারিয়ারের এ পর্যায়ে একসঙ্গে একটি সিনেমা না করি, তাহলে তা দর্শকের জন্য যথেষ্ট অন্যায় হবে।’

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

২৪ বছর পর দাবায় তিতাসের শিরোপা

বাংলাদেশের দাবায় তিতাস ক্লাব অতি পরিচিত নাম। ১৯৯৭ সাল থেকে দাবা লিগে খেলে আসছ...

পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

পারমিট ছাড়া হজ পালন না করার জন্য অনুরোধ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সুষ্ঠু ও...

বৈভব সূর্যবংশী কি এখনই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন

আইপিএলে শুরুটা দুর্দান্ত হয়েছে বৈভব সূর্যবংশীর। অভিষেকে ঝড়ো এক ইনিংস খেলেছে স...

সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের হামলা!

সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ‘একটি লক্ষ্যবস্তুত...

জুবাইদাকে সঙ্গে নিয়ে সোমবার দেশে ফিরবেন খালেদা জিয়া

আগামী সোমবার (৫ মে) লন্ডন থেকে দেশে ফিরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি...

বৈভব সূর্যবংশী কি এখনই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন

আইপিএলে শুরুটা দুর্দান্ত হয়েছে বৈভব সূর্যবংশীর। অভিষেকে ঝড়ো এক ইনিংস খেলেছে স...

সুখবর দিলেন মেহজাবীন

ছোট পর্দায় প্রায় এক দশক ধরে দাপট ধরে রেখে সাম্প্রতিক সময়ে পরপর বড় পর্দায় কাজ...

২৪ বছর পর দাবায় তিতাসের শিরোপা

বাংলাদেশের দাবায় তিতাস ক্লাব অতি পরিচিত নাম। ১৯৯৭ সাল থেকে দাবা লিগে খেলে আসছ...

মিষ্টি মেয়ের গল্প

‘সবসময় চেয়েছি নিজেকে ভিন্নরূপে পর্দায় উপস্থাপন করতে। কতটা পেরেছি জানি ন...

সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের হামলা!

সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ‘একটি লক্ষ্যবস্তুত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা