ছবি: সংগৃহীত
টেকলাইফ

এআইয়ের যুগে সাংবাদিকতা : প্রভাব ও চ্যালেঞ্জ নিয়ে বিআইজেএফের কর্মশালা

আমার বাঙলা ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আজ আর ভবিষ্যতের গল্প নয়, এটি বর্তমানের বাস্তবতা। কনটেন্ট তৈরি থেকে তথ্য যাচাই, ডেটা বিশ্লেষণ ও নিউজরুম অটোমেশন— সবখানেই এআই সাংবাদিকদের সহায়ক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ শক্তিশালী প্রযুক্তিকে কীভাবে দায়িত্বশীল ও কার্যকরভাবে ব্যবহার করা যায়, তা জানার জন্য বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) শনিবার রাজধানীর ধানমন্ডিতে বিসিএস ইনোভেশন সেন্টারে কর্মশালার আয়োজন করে।

“এআই ইন জার্নালিজম : ইমপ্যাক্ট, চ্যালেঞ্জেস অ্যান্ড দ্য ওয়ে ফরওয়ার্ড” শিরোনামে কর্মশালায় সংগঠনের সদস্যরা অংশ নেন। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী।

তিনি বলেন, “এআই কোনো জাদুর চেরাগ নয়। আলাদিনের চেরাগের মতো, যত ভালোভাবে ব্যবহার করবেন, তত ভালো ফল পাবেন। এক টুল দিয়ে সব কাজ নয়, প্রয়োজনভেদে সঠিক টুল ব্যবহার করতে হবে। বিশ্বের বড় সংবাদমাধ্যম ইতোমধ্যে এআইকে নিউজরুমের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছে। বাংলাদেশের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির সময় এখনই, না হলে আমরা পিছিয়ে পড়ব।”

কর্মশালায় ব্যবহারিক দিক উপস্থাপন করেন দ্য ডেইলি স্টারের ডিজিটাল গ্রোথ এডিটর আজাদ বেগ। তিনি দেখান কীভাবে পিন পয়েন্ট এআই ও নোটবুক এলএম ব্যবহার করে দ্রুত, মানসম্মত ও নির্ভরযোগ্য প্রতিবেদন তৈরি করা যায়।

তিনি উল্লেখ করেন, “এআই সহায়ক, প্রতিস্থাপক নয়। এটি কখনোই তথ্য যাচাইয়ের দায়িত্ব নিতে পারবে না। ভুল ওয়েবসাইট বা পুরোনো তথ্য থেকেও এটি উত্তর দিতে পারে। সুতরাং সাংবাদিকের মূল দায়িত্ব সর্বদা যাচাই রাখা।”

কর্মশালার সঞ্চালনা করেন বিআইজেএফ সভাপতি হিটলার এ. হালিম। স্বাগত বক্তব্যে সহ-সভাপতি ভূঁইয়া ইনাম লেনিন বলেন, “আগে ফটোশপ এসেছিল, এখন এআই। প্রযুক্তি বদলেছে, আমাদেরও বদলাতে হবে।”

সাধারণ সম্পাদক সাব্বিন হাসান যোগ করেন, “সময় ও দক্ষতা বৃদ্ধির তাগিদে এ ধরনের কর্মশালার আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

কর্মশালা শেষে প্রশিক্ষক ড. সাইফুল আলম চৌধুরী, বিআইজেএফ নির্বাহী কমিটির সদস্যরা এবং বিসিএস মহাসচিব মো. মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল হাসান ও ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আবু চৌধুরী তুহিন অংশগ্রহণকারীর হাতে সনদ প্রদান করেন।

বিসিএস মহাসচিব মো. মনিরুল ইসলাম বলেন, “হার্ডওয়্যার বাজারে নকল ও রিফার্বিশড গ্যাজেটের ছড়াছড়ি দেখা যাচ্ছে। আইসিটি সাংবাদিকদের এ বিষয়ে দৃষ্টি রাখা প্রয়োজন। আগামী ২৯–৩১ জানুয়ারি ‘বিসিএস ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো’ আয়োজন করা হচ্ছে, যা চার বছরের বিরতির পর অনুষ্ঠিত হবে।”

কর্মশালা বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সহযোগিতায় এবং প্রযুক্তি ব্র্যান্ড গিগাবাইট বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়। এই কর্মশালা সাংবাদিকদের এআই প্রযুক্তি ব্যবহার ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগ হান্টে অংশ নিল সোনারগাঁও বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং ক্লাবের তিন শিক্ষার্থী

বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ সাইবার নিরাপত্তা আয়োজন ‘দ্য বাগ হান্ট সি...

মনোহরদীতে জেলা প্রশাসকের গণশুনানি, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস

নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেছ...

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভা

‘বেগম খালেদা জিয়ার জীবনসংগ্রাম যদি আমরা লালন ও প্রতিপালন করি, তাহলেই তা...

কুষ্টিয়ায় রহস্যজনক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে চাম্পা (৪৫) নামে এক নারীর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করে...

জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সকালে জ...

আজ আমাদের দুই জীবন এক হলো: রাফসান সাবাব

প্রেমের গুঞ্জনকে সত্য করে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আলোচিত কণ্ঠশিল্পী জ...

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভা

‘বেগম খালেদা জিয়ার জীবনসংগ্রাম যদি আমরা লালন ও প্রতিপালন করি, তাহলেই তা...

প্রতীক ঘোষণার আগেই ‘দাঁড়িপাল্লা’তে ভোট! চট্টগ্রাম-১৫-এ জামায়াত প্রার্থী শোকজ

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্...

বাগ হান্টে অংশ নিল সোনারগাঁও বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং ক্লাবের তিন শিক্ষার্থী

বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ সাইবার নিরাপত্তা আয়োজন ‘দ্য বাগ হান্ট সি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা