চোখের চশমার গ্লাসকাটা ও ফিনিশিং মেশিন তৈরি করে অনন্য নজির গড়েছেন পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মো. মজিবর রহমান মেকার।
জানা গেছে, মো. মজিবর রহমান ১৯৮৪ সালে নরসিংদী জেলা থেকে সাঁথিয়া উপজেলায় এসে ঘড়ি মেরামতের ব্যবসা শুরু করেন। অল্প দিনের মধ্যেই মো. মজিবর রহমান একজন দক্ষ ঘড়ি মেরামতকারী হিসেবে পরিচিতি লাভ করেন। সদালাপী, নম্র ও ভদ্র স্বভাবের একজন মানুষ এই মজিবর রহমান।
মোবাইল ফোন চালু হওয়ার পর ঘড়ির চাহিদা দিন দিন কমতে থাকে। তখন তিনি ঘড়ির পাশাপাশি শুরু করেন চশমার ব্যবসা। নতুন চশমা বিক্রি, চশমার গ্লাস লাগানো, চশমার পাওয়ার অ্যাডজাস্ট করা—বিভিন্ন কাজ করে থাকেন তিনি।
তবে বিস্ময়কর ঘটনা হলো, চশমার ব্যবসায় গ্লাসকাটা ও গ্লাস ফিনিশিং দেওয়াসহ বিভিন্ন কাজের জন্য তিনি যে যন্ত্র ব্যবহার করেন, সবই তার নিজের হাতে তৈরি যন্ত্রপাতি। ছবিতে যে যন্ত্রটি দেখা যাচ্ছে, ওই যন্ত্রটির নাম গ্লাস কাটিং ও ফিনিশিং মেশিন। এ যন্ত্রটি তিনি নিজেই তৈরি করেছেন।
মো. মজিবর রহমান বলেন, এই ধরনের মেশিন যদি কেউ নিতে চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তৈরি করে দেবো, ইনশাল্লাহ।
আমারবাঙলা/আরআরপি