সংগৃহিত
শিল্প ও সাহিত্য

অক্সফোর্ড মডেল কলেজে পিঠা উৎসব

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরের অক্সফোর্ড মডেল কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) পিঠা উৎসব উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভবাকদের আগমনে কলেজ প্রাঙ্গণ মিলন মেলায় পরিণত হয়। একইসাথে এ উৎসবে শিক্ষার্থীদের আরও অনুপ্রেরণা সৃষ্টি করার জন্য সেরা তিনটি স্টলকে পুরস্কৃত করা হয়।

নানান সাজের এ পিঠা উৎসবে শিক্ষার্থীরা মিষ্টি কুমড়া পিঠা, বেলি, করলা, গোলাপ, সাবু, মুজিব সন্দেশ, চন্দ্রপুলি, নুডুলসের পাকোড়া, দুধ পাকন, ঝুনঝুনি, রস, শাহি টুকরা, কেক, ডিম সুন্দরী, চিংড়ী, তিলের বার, হৃদয় হরণ, ইলিশ, পানতোয়া পিঠাসহ শতাধিক ধরনের পিঠা সাজিয়েছেন তাদের স্টলগুলোতে।

অক্সফোর্ড মডেল কলেজের অধ্যক্ষ মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে উৎসবে উপস্থিত ছিলেন- কলেজের চেয়ারম্যান ও সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুরের সভাপতি প্রফেসর জেড এম ফারুকী, টিআইবি লক্ষ্মীপুরের এরিয়া কো-অর্ডিনেটর আবু নাসের, নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহমেদ।

অনুষ্ঠানে অংশ নেয়া শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করে বলেন, বাংলার সংস্কৃতি ধরে রাখার জন্যই আজকে আমাদের কলেজে এই পিঠা উৎসব। এইখানে আমরা গ্রুপ হয়ে আমাদের সহপাঠীদের নিয়ে পিঠাগুলো তৈরি করেছি। সকলে আনন্দের সাথে আজকের উৎসব পালন করছি।

লক্ষ্মীপুর অক্সফোর্ড মডেল কলেজের অধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমাদের কলেজে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরার জন্য এই পিঠা উৎসব। আমাদের ছেলে-মেয়েরা আধুনিকতার ছোঁয়ায় গ্রামীণ ঐতিহ্য যাতে ভুলে না যায় তার জন্য এই আয়োজন। এই কার্যক্রম অব্যাহত থাকলে আমাদের ছেলে-মেয়েরা গ্রামীণ পরিবেশের সাথে নিবিড়ভাবে সম্পর্কীত হবে।

অন্যান্য বক্তারা বলেন, এ উৎসবের মাধ্যমে ছেলে-মেয়েরা বাড়িতে প্রস্তুত করে খাবার খাবে, যা স্বাস্থ্যসম্মত। বাইরের খাবারে স্বাস্থ্য ঝুঁকি থাকে। সবাই এক হয়ে কাজ করে সুন্দর একটি অনুষ্ঠান করা যায়- তা তারা শিখে এবং গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরে। নতুন নতুন পিঠা তৈরি ও বিক্রি করে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ

হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার ফ্যান্টাজিয়া আন্...

এক সিদ্ধান্তেই বদলে গেল জীবনটা

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘মাসান’। সমালোচকপ্রিয় ও বহুল প্রশংসিত এ...

ফিরেই দলকে নাটকীয় জয় এনে দিলেন মেসি

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাং...

নাঈম এবার অস্ট্রেলিয়া সফরে

বৈশ্বিক টুর্নামেন্ট বাদ দিলে বাংলাদেশ শেষবার অস্ট্রেলিয়ায় সিরিজ খেলেছে ২০০৮ স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা